মানিক দাস // কালিবাড়ি মন্দির কমিটির আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছর ও পৃর্তি তরপর্নের আয়োজন করে। সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এ তর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
গতকাল ১৪ অক্টোবর শনিবার ভোর ছয়টায় কালিবাড়ি মন্দির কমিটির আয়োজনে পিতৃতর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজককে সিদ্ধান্ত মতে কালিবাড়ি মন্দিরের সমবেত হয়। যারা এই পিতর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তারা পূর্বের দিন অর্থাৎ গত শুক্রবার নিরামিষ আহার করে দিন যাপন করেছে।
পিতৃপুরুষদেরই আত্মার তৃপ্তির কামনায় জলতর্পণ করা হয়। হিন্দুর তর্পণ ব্যবস্থা বিশ্বব্রক্ষ্মাণ্ডের তৃপ্তির কামনাকে জাগ্রত করে, পুষ্ট করে, প্রসারিত করে । এই তর্পণ শুধু পিতৃপক্ষের তিন পুরুষ আর মাতৃপক্ষের তিন পুরুষের জন্যই নয়, যাদের কেউ ছিল না, বান্ধব ছিল না, জল পিণ্ড – দাতা ছিল না, তাদেরও সবার জন্য করা হয়। যারা অগ্নিদগ্ধা , অদগ্ধা , যারা পুত্র – পৌত্রাদিবিহীন , তাদেরও সবার জন্য তর্পণ করা হয় । হিন্দুর তর্পণে কোনো জীব বাদ পড়ে না , কোনো জাতি বাদ পড়ে না , কোনো ধর্মাবলম্বী বাদ পরেনা ।
চাঁদপুর কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, গোবিন্দ সাহা,প্রবীর পোদ্দার, অর্জুন সাহা, কেশব করসহ কমিটির সদস্যরা এর তর্পণ অনুষ্ঠানের আয়োজন করছেন গত কয়েক বছর যাবত। এ বছর দুই শতাধিক সনাতনী তর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে পিতৃ পুরুষের প্রতি পিন্ডদান করে।