একই সভায় অখন্ড সংঘের প্রধান শ্রী শ্রী দাদামনি তপন ব্রহ্মচারীর নির্দেশনা অনুযায়ী আশ্রম পরিচালনায় নবাগত অধ্যক্ষ সুরেশ চন্দ্র মজুমদারের কাছে আশ্রম কর্তৃপক্ষ দায়িত্ব অর্পণ করবেন। অখন্ড সংঘের প্রধান শ্রী শ্রী দাদামনি ভার্চুয়ালি আশীর্বাদ প্রদান করবেন।
বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠনের সহ-সভাপতি তপন কুমার সরকার জানান, চাঁদপুর জেলাবাসীসহ, দেশ-বিদেশের সকল গুরু ভ্রাতা, ভগ্নি ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা কৃতজ্ঞ।গুরু ভ্রাতা, ভগ্নি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টায় অখণ্ড মন্ডেলশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূর্ণজম্মস্হান চাঁদপুর অযাচক আশ্রমে বিশ্বনন্দিত একটি ধ্যান মন্দির নির্মাণ কাজ দৃশ্যমান করতে পেরেছি। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এই বৃহৎ মন্দির ও কর্মযজ্ঞ পরিচালনায় পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনির আদর্শে উজ্জীবিত একজন ভালো মানুষের প্রয়োজন রয়েছে। তারই প্রেক্ষিতে সংঘ প্রদান দাদামনির নির্দেশনা অনুসারে গুরুভ্রাতা সুরেশ চন্দ্র মজুমদারের কাছে দায়িত্বভার আজ অর্পণ করবো। দায়িত্বভার অর্পন ও গুরুত্বপূর্ণ সভায় চাঁদপুর অখণ্ড সংগঠনের ভ্রাতা, ভগ্নি, উপাসক, উপাসিকাগণ ছাড়া ও সারা দেশের অখণ্ড সংগঠনের শতাধিক ডেলিগেট এ সভায় উপস্থিত থাকবেন। তাছাড়া চাঁদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সকলের সুচিন্তিত মতামত ও সহযোগিতায় চাঁদপুর অযাচক আশ্রমের কার্যক্রম পরিচালনা ব্যাপক ভাবে করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। অযাচক আশ্রমের প্রয়াত অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আশ্রম বিনির্মাণে তার অবদান স্মরণীয়।
চরিত্র গঠন আন্দোলনের প্রাণপুরুষ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূন্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে নিরাকার ব্রহ্মের উপাসনা হয় বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আশ্রমটি একটি পূর্ণ স্থানে পরিণত হয়েছে। বিশ্ব মাঝে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আদর্শ ও জন্মস্থানের ব্যাপকতা তুলে ধরার জন্য বিশ্বনন্দিত ধ্যান মন্দির নির্মাণের স্বপ্ন দেখেছিলেন প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী। তিনি গুরুভ্রাতাদের সহযোগিতা নিয়ে সেভাবেই কাজ শুরু করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি তার স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে পারেননি। মরণব্যাধি করোনা তাকে নিয়ে যায় পরপারে। এই থেকে চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষের স্থানটি শুর্ণ হয়ে যায়। অখন্ড সংঘের প্রধান শ্রী শ্রী দাদামনি তপন ব্রহ্মচারীর নির্দেশে কাল শুক্রবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করবেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের সুরেশ চন্দ্র মজুমদার। তিনি ১৯৪৯ সালে জম্ম গ্রহন করেন। শিক্ষা জীবন শেষ করে শিক্ষতকা পেশা দিয়েই কর্মজীবন শুরু করেন। পরে অধ্যাপনা পেশায় নিজেকে নিয়োজিত করেন। ২০০৯ সালে অধ্যাপনা পেশা থেকে অবসর নিয়ে অখণ্ড মন্ডেলশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জীবনাদর্শ প্রচার ও প্রসারে নিজেকে সম্পৃক্ত করেন।