ক্যাফে ঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টের বাহারি ইফতার কিনতে বিকেল হলেই স্টেডিয়াম রোডের ( ইলিশ চত্বর) ও নতুন বাজার এলায় ক্রেতার ভিড় পরিলক্ষিত হচ্ছে প্রতিদিন । শুক্রবার বিকেলের পর থেকে ক্যাফে ঝিল হোটেল এণ্ড রেস্টুরেন্টে ইফতার কিনতে ক্রেতার বিচরন দৃষ্টিগোচর হয়। ক্যাফে ঝিল হোটেল এণ্ড রেস্টুরেন্টের ব্যবস্হাপনা পরিচালক হাজী মাসুদ আখন্দ জানান,পবিত্র মাহে রমজান হলো সিয়াম সাধনার মাস। ইমানদারগণ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ইফতার করে থাকে। তাই আমরা ক্রেতা সাধারণকে ভেজালমুক্ত এবং রংমুক্ত ইফতার সামগ্রী তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। আমরা চাই প্রতিটি রোজাদার মানুষ যেন নির্ভেজাল ইফতার আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারে।
ক্যাফে ঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টের ইফতার সামগ্রী মধ্যে রয়েছেঃ চনা বুট , পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, চিকেন চপ, শােকের বরা, স্বামী কাবাব, রেশমী জিলাপি, শাহী জিলাপি,জিলাপি,চিকেন রোল, জালি কাবাব,বুরিন্দা,ভেজিটেবল রোল,চিকেন সাসলিক, ভিপ সাচকিন, চিকেন রেশমি কাবাব, চিকেন ফ্রুলুরি, সুতি কাবাব, নুরজাহান দরবারী,চিকেন থাই ফ্রাই, টিএফসি, চিকেন উইনস, চিকেন থাই ডমেস্টিক, কাঠি কাবাব, ডিমের চপ, মুরগি চপ, গরুর টিকা, ডিপ বল, চিকেন বুস্টার, চিকেন ললিপপ,চিকেন ফ্রাই, নার্গিস ডিম, টিকা কাবাব, মাঠা, হালিমসহ নানন আইটেমের ইফতার সামগ্রী বিক্রি করা হয়।