মানিক দাস // চাঁদপুর শহরের স্ট্রান্ড রোড বেপারী বাড়ি (৫নংঘাট সংলগ্ন) খতম আলী ফকিরের ৪০ তম ওফাত দিবস উপলক্ষে আলোচনা, মিলাদ ও মাহফিল গত ২৭ মার্চ রবিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। মাহফিল পরিচালনা করেন জাহাঙ্গীর আলম আশরাফী। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন চাঁদপুর জেলা তরিকত ফেডারেশন সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতী, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হােসেন পাটোয়ারী চিশতি, আবুল হােসেন বেপারী, আলমগীর হােসেন বেপারী, আক্তার হােসেন বেপারী, আক্কাস আলী , মোস্তফা কামাল, লোকমান চিশতি, রাসেল, হালিমসহ অসংখ্য ওলামায়ে কেরাম।
খতম আলী ফকিরের ৪০ তম ওফাত দিবস মিলাদ, জিকির ও মাহফিল শেষে আবুল হােসেন বেপারী শত শত মানুষের মাঝে তবারুক বিতরণ করেন।