স্টাফ রিপোর্টার।।বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে শুক্রবার বাদ জুমা চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা চাঁদপুরের প্রতিটি মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী,বিএনপি নেতা হুমায়ুন কবির হুমা,জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
একই সময় বেগম খালেদা জিয়ার জন্য পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে দোয়া ও মুনাজাতের আয়োজন করে পৌর ১নং ওয়ার্ড বিএনপি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব ও পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারি, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
নাজির পাড়া চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী সহ নেতৃবৃন্দ।
বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে মাহবুব আনোয়ার বাবলু, হাজী মোশারফ হোসেন, শাহজালাল মিশন, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, কাদির বেপারীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁদপুর বাসস্ট্যান্ডের গৌর গরিবা পৌর কবরস্থান জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, চৌধুরীঘাট জামে মসজিদ, মিশন রোড শাহী মসজিদ, বাবুরহাট বাজার জামে মসিজদ, চেয়ারম্যানঘাট জামে মসজিদ,ষোলঘর জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলার মসজিদে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।
এদিকে, খালেদা জিয়ার সুস্হতা কামনায় জুম্মা নামাজের পর বড় স্টেশন লঞ্চঘাট মরহুম আলহাজ্ব সাবের আলী গাজী প্রতিষ্ঠিত মাদ্রাসা রোডস্থ দারুল ইলুম ইসলামীয়া মসজিদ কমপ্লেক্সে দোয়া অনুষ্ঠিত হয় , মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।সেখানে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মূলত চাঁদপুরের প্রতিটি মসজিদেই এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।