এসআই আবুল কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তখন ডিউটিতে ছিল লিমা-০১ এলাকায়। হঠাৎ গোপন সূত্রে খবর আসে—কর্ণার প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের সপ্তম তলায় চলছে ইয়াবা লেনদেন। খবর পেয়ে তারা দ্রুত প্রস্তুতি নেয় এবং অফিসার ইনচার্জকে জানিয়ে অভিযান শুরু করে।
রাত ১টা ৩৫ মিনিটে পুলিশের টিমটি পৌঁছে যায় সেই ভবনে। তখনই একজন নারী হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তেই ধরা পড়ে যায় পুলিশের হাতে। পরে জানা যায়, সেই নারীই হলো মরিয়ম মিশরী যার বিরুদ্ধে আগেও ছিল একাধিক মাদক মামলা।
সাক্ষীদের উপস্থিতিতে নারী কনস্টেবল মাহিনুর আক্তার তুহিন তার দেহ তল্লাশি করেন। শরীরে কিছু না পাওয়া গেলেও, ঘরের বিছানার নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিশরী জানায়, সে টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চাঁদপুরে বেশি দামে পাইকারি বিক্রি করত। এই মাদকই ছিল তার প্রধান আয়ের উৎস।
পুলিশ জানায়, এটাই তার প্রথম অপরাধ নয়। এর আগেও চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ তার সহযোগী তিনজন ধরা পড়েছিল। জেল থেকে বেরিয়েও মিশরী ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এই ঘটনার পর তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা বলেন, একসময় চাঁদপুরে মিশরী ছিল এক জনপ্রিয় মুখ মিষ্টভাষী, সুন্দরী। কিন্তু সেই মুখের আড়ালেই লুকিয়ে ছিল এক অন্ধকার জগতের গল্প।
চাঁদপুরের সাধারণ মানুষ এখন বলছেন, এই গ্রেপ্তার শহরের তরুণ প্রজন্মকে ইয়াবার ছোবল থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখবে। রাতের সেই নীরব অভিযানে যেন এক স্পষ্ট বার্তা যতই শক্তিশালী হোক মাদকচক্র, আইনের হাত আরও শক্ত।