বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

গভীর রাতে ডাবের আড়তে অভিযান, জরিমানা

  • আপডেটের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮১ বার পঠিত হয়েছে

ডাবের অস্বাভাবিক দাম বাড়ার কারণ অনুসন্ধান করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজারের ডাবের পাইকারি আড়তে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাব কেনা-বেচার ক্যাশ মেমো না পাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়তে এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

এতে আরও জানানো হয়, মেসার্স নিউ কিসমত এন্টারপ্রাইজ ও এরশাদ এন্টারপ্রাইজকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর উপস্থিত ক্রেতাদের মধ্যে ছোট ডাব ৪৫ টাকা, মাঝারি ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকায় বিক্রি করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com