মানিক দাস // হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে চাঁদপুর নতুন বাজার গোপাল জিউর আখড়া থেকে শুভাযাত্রা বের করা হয়। ১ জুলাই শুক্রবার রথযাত্রায় গোপালেন প্রতি মূর্তী স্হাপন করে বিকাল ৫ টায় শত শত নারী পুরুষ ভক্তের সমাগমে রথ টানা হয়। গোপাল জিউর আখড়া থেকে শুভাযাত্রা বের করে কালীবাড়ি, পালবাজার ও কবি নজরুল সড়ক হয়ে মেথা রোডস্হ দূর্গা মন্দিরে গিয়ে পরিসমাপ্ত হয়। রথ যাত্রায় উপস্হিত ছিলেন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশিল সাহা, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, গোপাল জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বাপী পাল, সহ সভাপতি চীর রঞ্জন রায়, সুধাংশু ঘোষ, সহ সাধারন সম্পাদক মনোরঞ্জন ডাক্তার, সাংগঠনিক সম্পাদক সম্ভু ভূষন দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক উৎপল দে, অর্থ সম্পাদক দিলীপ পাল, সাংস্কৃতিক সম্পাদক শ্যাম সুন্দর মন্ডল, দপ্তর সম্পাদক স্বপন সাহা,প্রচার সম্পাদক সুমন সরকার জয়, সহ দপ্তার সম্পাদক রিপন পোদ্দার, সদস্য অরবিন্দু পোদ্দার, মৃণাল কান্তি দে কালু, শুকুমার রায়, দিপক পাল সহ ভক্তবৃন্দু।