‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত “কো জাগতী” থেকে, যার অর্থ “কে জেগে আছে ”। এই দিনে মহালক্ষ্মী দেবী রাতের বেলা স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন।
যে পরিবার সততা, শুচিতা ও ভক্তি সহকারে জেগে পূজা করে, দেবী সেখানে প্রবেশ করে ধন-ধান্যে, শান্তিতে ও সৌভাগ্যে আশীর্বাদ প্রদান করেন।
যে ঘর অন্ধকারে নিদ্রিত থাকে, সেখানে দেবী প্রবেশ করেন না।
ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ ও লক্ষ্মীতন্ত্র অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে মহালক্ষ্মী ধন, সম্পদ, কৃষি, বিদ্যা ও সৌভাগ্যের বর প্রদান করেন।
এ দিনটিকে বলা হয় “লক্ষ্মী জাগরণ রাত্রি” বা “কোজাগরী রাত্রি”।
সনাতনিরা কোজাগরী পূর্ণিমার রাত্রিতে গৃহে গৃহে কোজাগরী লক্ষ্মীদেবীর পূজায় ব্রত হন।
“কো জাগতীতি ব্রুবাণা লক্ষ্মীঃ পদ্মালয়া শুভা। তস্য জাগ্রত গৃহে নিত্যং ধনধান্য সমন্বিতা॥”
অর্থ হলোঃ যখন পদ্মালয়া লক্ষ্মী প্রশ্ন করেন “কে জেগে আছে?”
যে গৃহে জাগরণ থাকে, সেই গৃহ সর্বদা ধন-ধান্যে পরিপূর্ণ হয়।
কোজাগরী লক্ষ্মীপূজা মানে শুচিতা, জাগরণ, ভক্তি ও আলোর আরাধনা।
এই রাত্রিতে মন, ঘর ও হৃদয়ে লক্ষ্মীর আলো প্রবেশ করে।