বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

চাঁদপুরে অস্ত্রসহ ফরিদগঞ্জের বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের ফরিদগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ বেপারী (৪৫)কে অস্ত্রসহ আটক  করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত সোয়া দুইটার দিকে যৌথ বাহিনী তাকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে, তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো- তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, দেশীয় দা একটি, স্টিল পাইপ চারটি, হাতুড়ি একটি, চেইন একটি, বেইচ গিয়ার একটি, স্টিলের চাকু তিনটি ও স্মার্ট ফোন দুটি।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে আসন্ন নির্বাচনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নান বহিষ্কার ও স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, গতরাতে সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করা হয়। পরে তার বাড়ি ফরিদগঞ্জে হওয়ায় আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা প্রস্তুত চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com