আইনজীবী আবদুল মান্নান খানের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি স্ত্রী ও দুই ছেলে–মেয়ে নিয়ে সদরে নিজের বাড়িতে থাকতেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কুহিনূর বেগম বলেন, আইনজীবী আবদুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার শুনানি করছিলেন। এ সময় তিনি মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।
মান্নান খানের সহকর্মী আইনজীবীরা বলেন, পড়ে যাওয়ার সময় আদালতের বেঞ্চে ধাক্কা লেগে ওই আইনজীবীর মাথায় জখম হয়। তাৎক্ষণিকভাবে আদালতের অন্য আইনজীবী ও সহকারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান ও হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার তাঁর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তবে তাঁদের ধারণা, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।