চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডের আলোক হাসপাতালে ঘটে গেলো হৃদয়বিদারক এক ঘটনা। অদক্ষ নার্সের অবহেলায় প্রাণ হারালো সদ্য জন্ম নেওয়া এক নবজাতক। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে শিশুটির স্বজনরা।
গতকাল ২৪ সেপ্টেম্বর বুধবজর দুপুরে এ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ইতুলী এলাকার ফয়সাল হোসেন তাঁর স্ত্রী সাদিয়া বেগমকে আগের দিন আলোক হাসপাতালে ভর্তি করেছিলেন। ডাক্তাররা জানিয়েছিলেন, নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান জন্ম নেবে। কিন্তু শিশুর জন্মের সময় ডাক্তার উপস্থিত না থেকে নার্সকে দায়িত্ব দেওয়া হয়।
তাদের অভিযোগ, সেই নার্স জোরপূর্বক শিশুকে বের করার চেষ্টা করে। রোগীর শরীরে হাত ঢুকিয়ে টেনে হিঁচড়ে নবজাতককে বের করতে গিয়ে মারাত্মক ক্ষতি হয়। শিশুটির মাথায় আঘাত লাগে এবং মুহূর্তেই তার মৃত্যু ঘটে।
শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার কান্নায় ভেঙে পড়ে। ক্ষোভে স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিবারের অভিযোগ, হাসপাতালে ডাক্তার না থাকলেও কর্মীরা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করিয়েছে। অদক্ষ নার্সের ভুলের কারণেই শিশুর মৃত্যু হয়েছে। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।