চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণকেন্দ্র বড়স্টেশন মাছঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সরকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এ সময় মাছঘাটে উপস্থিত সকল ইলিশ ব্যবসায়ীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়।এ সময়ের অভিযানের সাথে ছিলেন জেলা সেনেটারী ইন্সপেক্টর এসএম নজরুল ইসলাম, মৎস্য জরিপ কর্মকর্তা কর্মকর্তা,মৎস্য বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শবে বর সহ আনসার ব্যাটালিয়ন সদস্যরা
সরকারি এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল—ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। তবে অভিযানের সময় বাজারে ইলিশের দাম কমেনি বলে অভিযোগ করেন ক্রেতারা। স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ থাকলেও ব্যবসায়ীরা ‘মাছের সংকট’ দেখিয়ে দাম কমাচ্ছেন না। ফলে সাধারণ মানুষ প্রত্যাশিত দামে ইলিশ কিনতে পারছেন না।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, আমরা নিয়মিত বাজার মনিটর করছি। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।