মানিক দাস //
চাঁদপুর শহরে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর ঘুম হানাম হয়ে গেছে। ফ্ল্যাট, দোকান, এমনকি ডায়াগনস্টিক সেন্টারের এসির তার আর তামার পাইপ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র।
ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বুধবার(১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠের পাশে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে। নেশাগ্রস্ত মাসুদ নামের এক যুবক আগেও এখানে এসির মালামাল চুরি করেছিল। এবার আবার একই জায়গায় চুরি করতে এলে মালিকপক্ষ তাকে হাতেনাতে ধরে ফেলে।
চুরির সময় ধরা পড়তেই শুরু হয় ধস্তাধস্তি! ইনসাফ ডায়াগনস্টিকের মালিক আলমগীরের সঙ্গে চোর মাসুদের তুমুল লড়াই লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।
চোর সামুদ পুলিশকে দেখেই ক্ষেপে গিয়ে হুমকি দিতে শুরু করে, তোদের খেয়ে ফেলব বলে হুমকি দেয়। এসময় সে পুলিশের সঙ্গে রূঢ় আচরণও করে । পরে বহু কষ্টে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, মাসুদ চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর ভাঙ্গা পোল এলাকার বাবুর্চি মুক্তারের ছেলে। আগেও সে বিভিন্ন জায়গায় চুরি করে সেই টাকায় মাদক সেবন করত বলে জানিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা দাবি করেছেন এই নেশাগ্রস্ত চোরচক্রের বিরুদ্ধে যেন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়, না হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।