মানিক দাস // চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৪শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে।
৩১ অক্টোবর সোমবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশাচিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর দুপুর আনুমান ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি ট্রলার (স্টিলবডি) থেকে ২ হাজার ৪শ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। অভিযান চলাকলীন সময়ে ট্রলার (স্টিলবডি) ও তেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মোঃ আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, উত্তর মতলব, চাঁদপুর।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল ও ট্রলার (স্টিলবডি) নৌ-পুলিশ, মোহনপুরের নিকট হস্তান্তর করা হয়।