পৌরসভার অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠান শত বছর ধরে স্থানীয় খেটে খাওয়া মানুষ ছাড়াও আশপাশের চরাঞ্চলের অসহায়দের চিকিৎসার ভরসা ছিল। নানা বাধা-বিপত্তি সত্ত্বেও মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করে চিকিৎসালয়টি মানবতার বাতিঘর হিসেবে খ্যাতি পায়।
কিন্তু হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাদের অভিযোগ, যে চিকিৎসালয় একশ বছরের বেশি সময় ধরে দরিদ্রদের আশ্রয় ছিল, সেখানে আজ চিকিৎসা না পেয়ে রোগীরা অসহায় হয়ে পড়েছেন। স্থানীয় চরাঞ্চল ও খেটে খাওয়া মানুষদের দাবি- অবিলম্বে চিকিৎসক নিয়োগ দিয়ে দাতব্য চিকিৎসালয়টি চালু করতে হবে। নইলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ, যারা অন্য কোথাও চিকিৎসার খরচ বহন করতে অক্ষম।
দাতব্য চিকিৎসালয়ের বারান্দায় বসে থাকা বৃদ্ধা রহিমা বেগম বলেন, আমার এই বয়সে আর কোথাও যাওয়ার জায়গা নাই। প্রাইভেট হাসপাতালে যাবো, টাকা নেই। এইখানেই দুই টাকায় চিকিৎসা পাই, কিছু ঔষুধও দেয়। এটা বন্ধ হইলে আর কোথাও যাওয়ার যায়গা থাকবে না।
স্থানীয় বাসিন্দাররা বলেন, দেশের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী দাতব্য চিকিৎসালয়ে মাত্র দুই টাকার বিনিময়ে অসহায় মানুষরা স্বাস্থ্যসেবা পেয়ে আসতো কিন্তু অজানা কারণে এটিও বন্ধ হয়ে গেলো। পুরাণ বাজার ও চরাঞ্চলের হতদরিদ্র মানুষরা এখানে এসে চিকিৎসা নিতো। আমরা বার বার দাবি করেছিলাম এখানে অবকাঠামো উন্নয়নসহ বিশেষজ্ঞ চিকিৎসক এখানে নিয়োজিত করা কিন্তু অবকাঠামো উন্নয়ন তো দূরের কথা চিকিৎসক সংকটেই নাকি বন্ধ করে দেয়া হয়েছে দাতব্য চিকিৎসালয়। এখন গরিব অসহায় মানুষরা কোথাও যাবে। আমরা পৌর প্রশাসক ও সিভিল সার্জনের প্রতি আহ্বান থাকবে, যতদ্রুত সম্ভব এখানে চিকিৎসক এনে দাতব্য চিকিৎসালয়টি কার্যক্রম শুরু করা।
চাঁদপুর দক্ষিণ অঞ্চল নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান বলেন, এখানে দীর্ঘদিন এমবিবিএস ডাক্তার ছিল। স্বাস্থ্য সহকারীর মাধ্যমে টিকা কেন্দ্রসহ স্বাস্থ্য সেবা বহাল ছিল। কিসের সিদ্ধান্তে জনস্বার্থের বিপরীত এই প্রতিষ্ঠান বন্ধ করা অন্যায় কাজ হবে। পুরাণ বাজারের দরিদ্র মানুষের চিকিৎসার কেন্দ্র এটি। এ বিষয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।
সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী বলেন, শতবর্ষী দুই টাকার দাতব্য চিকিৎসালয়ে শত শত মানুষ সেবা পেতো। কি কারণে, কোন উদ্দেশ্যে এটি বন্ধ করা হলো, আমাদের জানা নেই। আমরা পূর্বের মতো দাতব্য চিকিৎসালয়টি চালু করে মানুষদের সেবা প্রদান করা হোক।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, দাতব্য চিকিৎসালয়টি পৌরসভার অর্থায়নে পরিচালিত হয়ে আসছিল। মূলত এখানে কোন চিকিৎসক না থাকায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগে দুইজন স্বাস্থ্য সহকারী এটি পরিচালনা করতেন। চিকিৎসক না থাকলে কিভাবে রোগী দেখবেন, মানুষের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত হবে। আমরা সিভিল সার্জনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। চিকিৎসক সংকট দূর হলে যাতে সহসাই সেখানে একজন চিকিৎসক দেয়া হয়। আশা করছি চিকিৎসক পাওয়া গেলে দ্রুত এটি আবার চালু করা হবে।