মানিক দাস // হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ধর্মীয় উৎসব আষাঢ়ে জগন্নাথ দেবের রথযাত্রা চাঁদপুরে উদযাপিত হয়েছে। ১ জুলাই শুক্রবার জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই এ রথ যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরান বাজার জগন্নাথ মন্দিরের রথ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, পুলিশ সুপার পত্নী ও পুনাক সভাপতি ডাক্তার আফসানা শর্মি। রথ যাত্রার উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
এ সময় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বিদের পবিত্র এ দিন।
আষাঢ় মাসের এ দিনে রথ যাত্রা উৎযাপন করা হয়। সকল ধর্মের মানুষের শহর এই চাঁদপুর। রত যাত্রা। সনাতন ধর্মের এ উৎসব।গত দু বছর বৈশ্বিক করোনার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ রথ যাত্রা উদযাপন করা থেকে বিরত ছিল।এ বছর করোনা না থাকায় চাঁদপুরে আনন্দ ঘন পরিবেশে রথ যাত্রা হিন্দু সম্প্রদায় করতে পারছে বলে আমরা ও আনন্দিত। আমরা চাই সকল ধর্মের মানুষ যেন যার যার স্হান থেকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দর ভাবে পালন করে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় আরো উপস্হিতি ছিলেন পুলিশ সুপার পত্নি ডাঃ আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, জেলা জমামাস্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, পরেশ মালাকার, জগন্নাথ মন্দিরের উপদেস্টা বিমল চৌধুরী। মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি রথের কার্যক্রম পরিচালনা করেন।
গতকাল শুক্রবার ভোররাত সাড়ে চারটায় মঙ্গলারতি, সকাল সাড়ে সাতটায় দর্শনার্থী ও গুরুপূজা, সকাল আটটায় চৈতন্যচরিতামৃত পাঠ, সকাল ৯ টায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২ টায় ভোগ আরতি, দুপুর সাড়ে বারোটায় জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর দুইটায় ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেল ৫ টায়
পুরান বাজার জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথ যাত্রার শুভ উদ্বোধন করা হয় । এ ছাড়া হরিসভা মন্দির, গোবিন্দ মন্দির ও নতুন বাজার গোপাল জিউর আখড়া মন্দির থেকে একই সময়ে রথ যাত্রা বের করা হয়।
জগন্নাথ মন্দিরের রথটি পুরান বাজার থেকে টেনে নতুন বাজার পরিভ্রমন করে কালীবাড়ি মন্দিরে আনা হয়।
অপর দিকে গোবিন্দ মন্দিরের রথটি আনা হয় গোপাল জিউর আখড়ায়। গোপাল জিউর আখড়া মন্দিরের রথ আনা হয় মেথা রোডস্হ দূর্গা মন্দিরে।
আগামী ৮ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় জগন্নাথ মন্দিরের আয়োজনে কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন ৯ জুলাই শনিবার গোবিন্দ মন্দিরের উল্টো রথ যাত্রা গোপাল জিউর আখড়া মন্দির থেকে বের করা হবে।