মানিক দাস // চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
১৮ জুন রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হয়। জেলার মোট ২ হাজার ৩ শ ৩২টি কেন্দ্রে ৩ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নির্ধারন করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান সকাল ১০ টায় উপজেলা স্বাস্হ্য অফিসের আয়োজনে মধ্যতরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে অনূর্ধ্ব ৫ বছরের শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলা পর্যায়ে ক্যাম্পেইনের সূচনা করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন মহোদয়,সদর উপজেলা ইউএইচএফপিও ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন ।
ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে। ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ১৮ জুন ১দিনের জন্য সারাদেশে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয় ।
সকাল ১০টায় চাঁদপুরে সিভিল সার্জন ডাঃ সাহাদাৎ হোসেন সদর উপজেলার তাপুরচণ্ডি ইউনিয়নের একটি কেন্দ্রে শিশুদের ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসূল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধ করেন।
এ দিন চাঁদপুরে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১০০০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০০০০ আইইউ) খাওয়ানো হয় ।
সিভিল সার্জেন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২ হাজার ৩ শ ৩২টি কেন্দ্রে এ ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হয় । ওই দিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে । চাঁদপুর পৌর এলাকার ১৪ টি ওয়ার্ডে ৮২ টি কেন্দ্র ও ৩ টি ভ্রাম্যমান কেন্দ্রে চাঁদপুর পৌরসভার ইপিআই টিকা কর্মসূচীর আওয়তায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।