চাঁদপুর প্রতিনিধি ।। বদ্ধভূমিতে বঙ্গবন্ধু নামে শিশু পার্ক নির্মাণ ও স্বাধীতার স্মারক ভাষ্কর্য অঙ্গীকারের রুপ পরিবর্তণের প্রতিবাদে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশের অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিল্পী সমাজ।
বুধবার (৩০ মার্চ) দপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সম্মুখে বাংলাদেশ শিল্পী সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে অঙ্গীকারের প্রকৃত রুপ ফিরিয়ে দিতে আলটিমেটাম দেয় মানবন্ধনে অংশগ্রহনকারী শিল্পরা। অন্যথায় সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।
মানববন্ধন কর্মসুচির সাথে একাত্বতা প্রতাশ করে মুঠো ফোনে জাতীয় পর্যায়ের শীর্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, কোন অবস্থাতেই ভাষ্কর্যের রুপ পরিবর্তণ করা যায়। যদি করতে হয়ে তারজন্য জাতীয় শিল্পীদের সাথে বসে সভা করে তা;করতে হবে। আমি;শুনেছি চাঁদপুরে স্বাধীনতার স্মারত ভাষ্কর্য অঙ্গীকারে সাদা রং করা হয়েছে যদি তা করা হয় তাহলে তা খুবই দু:খজনক বিষয়।
অঙ্গীকারের ভাষ্কর শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ এর কনিষ্ঠ পুত্র সৈয়দ আবদুল্লাহ হাজী বক্তব্যে বলেন, আমারা বাবার জন্য আমরা গর্বিত। আমার বাবা অপারেজ বাংলা` ভাষ্কর্যের ভাষ্কর তিনি চাঁদপুরে ১৯৮৮-৯৯ সালে চাঁদপুরে অঙ্গীকার তারই নকশায় নির্মিত হয়। দীর্ঘ সময় নাম ফলকে আমার বাবার নামটি ছিল না, তবে বর্তমানে নাম ফলকে বাবার নামটি লিখা হয়েছে তার জন্য আমি কর্তৃপক্ষকে ধনবাদ জানাই। তবে কিছু দিন পূর্বে অঙ্গীকাকের প্রকৃত রুপ সিমেন্ট ও পাথরের রং পরিবর্তণ করে সাদা রং করা হয়েছে। এটি সংস্কারে নামে সাদা রং করে ভাষ্কর্যের মূল রুপ নষ্ট করা হয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়।
মানবন্ধনে আরও বক্তব্য রাখেন, চারু শিল্পী মইনুদ্দিন লিটন ভূঁইয়া, নাট্যকার ও নির্দেশক জিয়াউল আহসান টিটু, চারু শিল্পী মিজানুর রহমান সরকার ও সাংস্কৃতিব সংগঠক রফিক আহমেদ মিন্টু প্রমূখ।