মানিক দাস // চাঁদপুর জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মরত বর্তমান ও নবাগত অতিরিক্ত জেলা প্রশাসকগণের (এডিসি)দায়িত্ব পুনবন্টন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
জানা গেছে, মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিকল্প কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), একরামুল ছিদ্দিককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং বিকল্প কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
নবাগত নূরুল হাই মোহাম্মদ আনাছকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বিকল্প কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),নবাগত মো: এরশাদ উদ্দিনকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং বিকল্প কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে দায়িত্ব পুন: বন্টন করা হয়।
সবশেষ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) বশির আহমেদ সম্প্রতি বদলী হয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ে যোগদান করেছেন ।
এতে আরো বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসকগণ এ দায়িত্ব পালন করবেন।