নিজস্ব প্রতিবেদক ।। মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শিশু একাডেমিতে শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন।

পুরো প্রতিযোগিতা তত্ত্বাবধানে ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা শিক্ষক বিশিষ্ট চিত্রশিল্পী রাজ্জাক, চিত্রশিল্পী অভিজিত রায়, মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসেরে কর্মকর্তা লিটন।