বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

চাঁদপুরে জোড়া খুনের ঘটনায় মেয়ে রিনা বর্মন বাদী হয়ে থানায় মামলা করেছেন

  • আপডেটের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জে উত্তম বর্মন ও তার স্ত্রী কাজলী বর্মন হত্যাকাণ্ডের ঘটনায় মেয়ে রিনা বর্মন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
এতে অজ্ঞাতপরিচয়দের আসামি করা হয়েছে। এর মধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এলাকা থেকে আট যুবককে আটক করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জোড়া খুনের ঘটনায় নিহতদের মেয়ে বাদী হয়ে একটি মামলা করেছেন, এতে সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি।
তিনি আরও জানান, আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। এর মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রউফ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তবে এখন পর্যন্ত জোড়া হত্যাকাণ্ড নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল এলাকার কালা সীতার বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন উত্তম বর্মন ও তার স্ত্রী কাজলী বর্মন।
আলোচিত এই হত্যাকাণ্ডের পর চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com