মানিক দাস // চাঁদপুরে ধেয়ে আসছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রকোপ। গত ক দিনে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল ১১ টা পর্যন্ত ৩২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডে আলাদা ইউনিট স্হাপন করা হয়েছে।
বর্তমানে ওই ইউনিট গুলোতে মশারি টাঙিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
জানা গেছে চাঁদপুর আড়াই,শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এই চলতি মাসের ১ জুলাই থেকে এ ৮ জুলাই শনিবার পর্যন্ত ৮ দিনেই ৩২ জন নারী পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে পুরুষ ওয়ার্ড ২৪ জন এবং মহিলা ওয়ার্ডে সর্বমোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালের পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডের ডেঙ্গু ইউনিটে বর্তমানে বেশ কিছু ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত গত ৩ মাসে হাসপাতালে সর্বমোট ৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর এমন তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর। তিনি জানান, গত ৩ মাসে এপ্রিল মাসে ৪ জন,মে মাসে ৮ জন এবং
জুন ৬৮ জন এবং চলতি মাসের ৫ তারিখ বুধবার সকাল পর্যন্ত ৩০ জন। সর্বমোট ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।
রোগীর স্বজনরা জানান তারা দীর্ঘদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন তাদের জ্বর না কমায় চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে জানানো হয়।
হাসপাতালে ডিউটি রত নার্সরা জানান, ভর্তিকৃত রোগীরা গত কয়েকদিন পূর্বে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করলে তারা ডেঙ্গুজ্বরে আক্রান্তের বিষয়টি সনাক্ত হয়।
এদিকে হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের সাথে আলাপকালে তারা বলেন, ডেঙ্গু মশার কামড়েই কিন্তু তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে চাঁদপুরে মশার উপদ্রব বেশি। নিয়মিত মশা নিধনের ওষুধ না দেওয়া হলে ডেঙ্গু রোগের প্রভাব আরো বাড়তে পারে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় আমরা হাসপাতালের পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট স্থাপন করেছি এবং সেখানে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদেরকে মশারি টাঙিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগী সম্পর্কে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার ফলে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। তিনি বলেন,ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয়দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বাসা বাড়ির ফুলের টবে পানি জমিয়ে না রাখা, ড্রেন পরিস্কার রাখা এবং বাসা বাড়িও পরিস্কার পরিছন্ন রাখতে হবে।