মহা নবমী পূজায় অঞ্জলী গ্রহনের জন্য সকাল ৯ টা থেকে পূজা মণ্ডপ গুলোতে ভক্তরা আসতে শুরু কর । ভক্তরা দেবী মায়ের চরনে অর্পনের জন্য ফুল, বেলপাতা, দূর্বা, তুলশি মায়ের চরনে নিবেদন করে অঞ্জলী গ্রহন করে। নবমী পূজায় শহরের কালিবাড়ি মন্দিরে কয়রক বার অঞ্জলী প্রদান করে। এ মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী অঞ্জলীর মন্ত্র পাঠ করান। পরিশুদ্ধ ভাবে কমল চক্রবর্তীর সাথে ভক্তরা মন্ত্রপাঠ করেন। তাছাড়া রামকৃষ্ণ আশ্রম ও মিশন, গোপাল জিউর আখড়া, অকাল বোধন, মিনার্ভা মন্দির, ঘোষাপাড়া নতুন বাজা, শ্রী পূজারী সংর্ঘ, পুরান বাজার হরিসভা মন্দির, দাসপাড়া মন্দির, মন্দির,নিতাইগঁঞ্জ মন্দির, জাফরাবাদ পালপাড়াসহ সকল মণ্ডপে ভক্তের সমাগম ছিল চোখে পরার মতো। ন।বিকালের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন যানবাহন নিয়ে চাঁদপুর শহরে পরিবার পরিজন নিয়ে পূজা উপভোগ করার জন্য ছুটে আসে। গভীর রাত পর্যন্ত পূজা মণ্ডপ ঘুরে ঘুরে আনন্দ করে রাতে সবাই বাড়ি ফিরে যায়। আজ বুধবার দেবী দূর্গার মহা নবমী পূজা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২অক্টবোর) দুপুরের পর থেকে নারী ভক্তরা দূর্গা মায়ের চরণে তেল সিদুর পরিয়ে মাকে বিদায় জানাবে। বিকেলে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শহর প্রদক্ষিণ করে চৌধুরী ঘাট এলাকা দিয়ে ডাকাতিয়া নদীতে বিসর্জন দেয়া হবে।