বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

চাঁদপুরে দেবী দূর্গার সপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত // অঞ্জলী গ্রহনে ভক্তের সমাগম 

  • আপডেটের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর সদর উপজেলা ও পৌর এলাকার ৪২ টি পূজা মণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগম্বির্যের মধ্যদিয়ে দেবী দুর্গার সপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত হয়েছে।
সপ্তমী পূজায় অঞ্জলী গ্রহনে সকাল থেকে মণ্ডল গুলোতে ভক্তের সমাগম হতে দেখা যায়। ভক্তরা দেবী মায়ের চরনে ফুল, বেলপাতা, দূর্বা, তুলশি নিবেদন করে অঞ্জলী গ্রহন করে। সপ্তমী পূজায় শহরের কালিবাড়ি মন্দিরে ভক্তের সমাগম ছিল নয়নাভিরাম। ছোট ছোট শিশু কিশোররা নতুন নতুন পোশাক পরে সপ্তমী পূজায় আনন্দে মেতে উঠে ছিল।
সপ্তমী পূজার  দিন সকালে নিকটস্থ নদী বা কোনো জলাশয়ে (নদী বা জলাশয়ে না থাকলে কোনো মন্দিরে) নিয়ে যাওয়া হয় নব পত্রিকাকে।  পুরোহিত নিজেই নবপত্রিকা নিয়ে যান। তাঁর পিছনে ঢাকীরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে তাঁকে অনুসরণ করেন। অতঃপর শাস্ত্র বিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ নির্মিত সিংহাসনে স্থাপন করা হয়। পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমেই কিন্তু দুর্গা মহাপূজায় মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে মহাদেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিন গুলোতে নবপত্রিকা প্রতিমাস্থ সকল দেবদেবীদের সঙ্গেই পূজিত হতে থাকে। বিশেষ ভাবে লক্ষণীয় হলো নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পূজা করা হয়। ঠিক তখন কিন্তু নবপত্রিকাস্থ অপরা পর কোনো দেবীকে পৃথক ভাবে পূজা করতে হয় না।
প্রকৃত পক্ষে দুর্গতিনাশিনী ভগবতী শ্রীশ্রী দুর্গা দেবীর শুভ আবির্ভাব সমন্ধে আমাদের দেবী মাহাত্ম্যে অর্থাৎ শ্রীশ্রী চন্ডী গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে, সময়ের বিশেষ প্রয়োজনে বিভিন্ন দেবতার সমন্বিত তেজরাশি থেকেই কিন্তু জগত মাতা ভগবতী দুর্গতিনাশিনী শ্রীশ্রী দুর্গা দেবীর আবির্ভাব হয়েছিল।
 তবে দুর্গতিনাশিনী ভগবতী শ্রীশ্রী দুর্গা দেবীর এই মূর্তি তৈরির পরিকল্পনা এবং তাঁদের আরাধনা করার সকল আঞ্চলিক নিয়ম কানুন। আসলেই কিন্তু বাংলার সকল মাতৃভক্ত গণের একেবারে নিজস্ব মনের ভাবধারা থেকে সমাগত হয়েছে।সনাতন হিন্দু ধর্ম শাস্ত্রের মধ্যে এই দুর্গতিনাশিনী ভগবতী শ্রীশ্রী দুর্গাদেবীর নামের সাথে সম্পৃক্ত প্রতিটি অক্ষরের পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে।
তা হলোঃ  ‘দ’ অক্ষর দৈত্যনাশক, উ-কার বিঘ্ননাশক, ‘রেফ’ রোগনাশক, ‘গ’ অক্ষর পাপনাশক ও অ-কার ভয়-শত্রুনাশক। অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয় এমনকি শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা।
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দেবী দূর্গার মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। এ দিন ও সকাল থেকে নারী, পুরুষ, তরুন, তরুনী সকল বয়সী সনাতনিরা উপবাসব্রত পালন করে মণ্ডপে মণ্ডপে পূজার বাটা সাজিয়ে ভীড় জমাবে। পূজার্চনা শেষে পুরোহিতের সাথে ” যা দেবী সর্বভুতেষু মাতৃরূপেন সংস্হিতা – নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম” এ মন্ত্র উচ্চারণ করে অঞ্জলী গ্রহন করবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com