সভাটি অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে। শুরুতেই স্থানীয় সাংবাদিকরা ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করে নেন।
পুলিশ সুপার রবিউল হাসান জানান, চাঁদপুরে স্বাভাবিক আইন–শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করবে। তিনি উল্লেখ করেন, রাতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে যাতে চুরি, ছিনতাই বা ডাকাতির মতো অপরাধ কমানো যায়। সামনে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের দায়িত্বও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে তারা বিশেষ নজরদারি চালাবে।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি জানান, যারা এ ধরনের কার্যক্রমে জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহরের যানজট কমানোর বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, যানজট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মাদক নির্মূলেও নতুন পুলিশ সুপার কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যেই এতে জড়িত থাকুক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া নূর।