মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মানিক দাস বিনা প্রতিদ্বন্দ্বিত দপ্তর সম্পাদক নির্বাচিত  মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহন সরকারের জানাজা সম্পন্ন কাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন চাঁদপুরে প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে  দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের নামে ওষুধের দোকানির প্রতারণা // ভোক্তা অধিদপ্তরের অভিযান  পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই,,,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিপুল পরিমাণ ইয়াবা সহ কচুয়া ও হাজীগঞ্জ থেকে দু মাদক কারবারি আটক 

চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ ধরার অপরাধে ৫১ জেলে গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৪২ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি।।
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৫১ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এর মধ্যে ২৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও বাকি ২২ জনকে মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়।

সোমবার ২৪ অক্টোবর সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় পদ্মা-মেঘনার সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষিচর, চিরারচর, মিনি কক্সবাজার, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ১৪টি নৌকা, ১ টি স্প্রিডবোর্ট, ৯১ লাখ ২২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও ১৪৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
নিয়মিত মামলার আটককৃতরা হলেনঃ সোহাগ শেখ, সুজন শেখ, ফরহাদ দর্জি, মোস্তফা প্রধানিয়া, সাইফুল ইসলাম, ফয়সাল খান, জাহাঙ্গীর হোসেন, নাজমুল হোসেন, দেলোয়ার হোসেন, সাইফুল, মহিউদ্দিন, জাহাঙ্গীর হোসেন, কাশেম ব্যাপারী, শাহজালাল সরকার, নজির বেপারী, ইউনুস মিজি, রাসেল বেপারী, রানা বেপারী, রাবিব বেপারী, মানিক দেওয়ান, রহমত আলী প্রধানিয়া, মোহাম্মদ আলী দেওয়ান।
এদের বিরুদ্ধে ৪টি নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

মোবাইল কোর্টে সাজা প্রাপ্তরা হলেনঃ তোফায়েল (২২), শওকত আকন্দ (২৮), জাহাঙ্গীর গাজী, রফিক পাটোয়ারী, মোঃ সাদ্দাম (২৮), শুক্কুর খান, আঃ গনি (৪০), আলা উদ্দিন(৩৫), রিয়াদ (১৯), রিয়াদ খান (২১), নাছির গাজী (২৪), মোঃ আক্তার(১৮), মোঃ জুয়েল গাজী, বাবুল পেদা (৩৫), মানিক বেপারী (৩৫), ইয়াছিন (২০) জিয়াউর রহমান (৩৫), ইব্রাহীম বেপারী ও মোঃ হানিফ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতলব দক্ষিন সেটু কুমার বড়ুয়া এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় মোঃ মেশকাতুল ইসলাম
গ্রেফতাকৃত ২২জন আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ২ জন আসামীর প্রত্যেককে ১০ দিন এবং ২০ জন আসামীর প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫১ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া ১৪টি নৌকা, ৯১ লাখ ২২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল ও ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে ৮,০০০ মিটার কারেন্ট জাল মামলার আলামতেরর জন্য নৌ থানা হেফাজতে আছে, আর বাকি জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ১৪ টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী জেলে নৌকার মধ্যে ১১টি নৌকা পানিতে ডুবিয়ে অকার্যকর করা হয়েছে। অবশিষ্ট ৩ টি নৌকা (মামলার আলামত) নৌ থানা হেফাজতে আছে। ১৪৭ কেজি মাছের মধ্যে অবশিষ্ট ৪২কেজি ৫০০গ্রাম ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com