মঙ্গলবার সকালে রোগীরা খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ ছিল, তাদের ঠিকমতো খাওয়ার দেয়া হতো না। করা হতো শারীরিক নির্যাতন। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। প্রায় ২৭ জন রোগী একসঙ্গে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুরান বাজার এলাকার শরীফের ছেলে শাকিব গুরুতর আহত হয়। তাকে ধরে আবার ভেতরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে স্বজনরা এসে শাকিবকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। অর্পণ নামের এই পুনর্বাসন কেন্দ্রটি পরিচালনা করছিল কুমিল্লার তুষার ও চাঁদপুরের মিতাব। রোগীদের কাছ থেকে প্রতিমাসে ১৪ হাজার টাকা নিলেও, খাবার হিসেবে দেওয়া হতো শুধু ডাল, আলুভর্তা, আর মাসে একদিন পচা তেলাপিয়া মাছ।
সরকারি নিয়মে যেখানে সর্বোচ্চ ১০ জন রোগী থাকার কথা, সেখানে রাখা হয়েছিল প্রায় ৪৭ জন। ঘটনাস্থলে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান জানান, কেন্দ্রের বিরুদ্ধে নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে।
পরে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অমানবিক এই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।