স্টাফ রিপোটার // চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের অভিযানে পুরান বাজার থেকে ৮ কিশোরকে আটক করা হয়েছে।
চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শহরের পুরান বাজার কমিউনিটি সেন্টারের পরিত্যাক্ত ভবন থেকে ৮ কিশোরকে আটক করা হয়েছে। গত ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁদপু শহরের পুরান বাজার কমিউনিটি সেন্টারের পরিত্যাক্ত ভবনে অভিযান পরিচালনা করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা।
চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। আজকে আমরা পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছি। এসময় কমিউনিটি সেন্টারের পরিত্যাক্ত ভবনে অভিযান পরিচালনা করি। সেখানে তাদেরকে মাদক সেবন করাবস্হায় তাদের আটক করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করে আদালতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, সন্ধ্যার পর যে সমস্ত কিশোর পড়ার টেবিল ছেড়ে রাস্তায় পাওয়া যাবে তাদের কি আমরা আটক করে থানায় নিয়ে আসবো।পড়ালেখা করা কোন কিশোর সন্ধ্যার পর রাস্তায় থাকতে পারবে না। আমরা চাই এসব কিশোর পড়ালেখা করে যেন মানুষের মত মানুষ হয়। আমরা তাদের হাতে কোনো অস্ত্র দেখতে চাই না। কলম দেখতে চাই। চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। তাদের দমনেই পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশ যৌথভাবে চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করছে।