মানিক দাস // চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে চাঁদপুরের বিচার বিভাগের বিচাকগণ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের নেতৃত্বে বিচারকগণ পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় বিচারকরা বরেন স্বর্গ থেকে মর্তে আসেন তখন তিনি মানুষের কল্যান হয় এমনটাই মানব কুল বিস্বাস করে। তিনিরশক্তি রুপেনি হয়ে আসেন অসুর বংশ নিধন করতে। বাংলাদেশ হলো সমাপ্রীতির দেশ। আমাদের স্বাধীনতা এসেছে সকলের সম্পীতির মাধ্যমে। প্রতিটি মানুষ সুন্দর ভাবে চলবে এমনটাই আমাদের বিশ্বাস। ধর্মের মূল বানী হলো শান্তি। আমাদেন সব্র মাঝে সেই শান্তি বিরাজ করবে দূর্গা পূজায় আমার বিশ্বাস।
এসময় উপস্হিত ছিলেন মিসেস এস এম জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাহেদুল করিম, জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সাকিব পারভেজ, সহকারী জজ মোস্তফা পারভেজ, ফাতেমা-তুজ-জোহরা, ইব্রাহিম সরকার, জেলা স্কাউট সম্পাদক ও হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক রনজিত কুমার বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার,সাধারন সম্পাদক ও পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী,
সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, অ্যাডঃ ভাস্কর দাস, দেবেশ সাহা দেবু,সুশিল সাহা সহ আরো অনেকে। বিচারকগণ চাঁদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম, কদমতলা অকালবোধন সংঘ, পুরান বাজার হরিসভা মন্দির, পুরান বাজার দাসপাড়া দুর্গামন্দির সহ বিভিন্ন মন্দির রাতে পরিদর্শন করেন।