বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড । নবাবগঞ্জে ধান খেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার  নওগাঁয় সরকারি ভিপি সম্পত্তি দখল চেস্টার অভিযোগে সংবাদ সম্মেলন মৈশাদীতে মেঘনা ট্রেনে কাটা পরে বৃদ্ধ খণ্ডিত  চাঁদপুরে মেঘনা নদী থেকে নারীর লাশ উদ্ধার  চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক দূর্ঘটনায় আহত বীরগঞ্জ ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুর ছায়াবাণী মোড়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে কিশোর গ্যাং সদস্যদের

চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদ।।
চাঁদপুর জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স কর্তৃক  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে  অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার ১৩ই জানুয়ারি অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া বেকারি সামগ্রী  তৈরি  করায় রাজধানী বেকারি কে  ৬,০০০/- টাকা, রাজশাহী ন্যাশনাল বেকারি কে ৬,০০০/- টাকা  এবং  মূল্য তালিকা না থাকায় ভূইয়া স্টোর কে  ২,০০০/- টাকাসহ মোট ১৪,০০০/- টাকা  জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও ফরিদগঞ্জ উপজেলার মধ্য চরকুমিরা এলাকায় শাহ আলম স্টোর কর্তৃক আসন্ন রমজান উপলক্ষ্যে ক্রয় মূল্যের দোকানের সূচনা করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com