বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

চাঁদপুরে বিশ্ব ক্লাবফুট দিবস পালন 

  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১২৫ বার পঠিত হয়েছে
মানিক দাস //নবরূপ মানবিক উন্নয়ন  সংস্হা ও শিশুর হাসি সামাজিক সংস্হার  যৌথ আয়োজনে  চাঁদপুরে বিশ্ব ক্লাবফুট দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। গতকাল ৩ জুন শনিবার সকালে চাঁদপুর সাহিত্য একাডেমী প্রাঙ্গন থেকে বন্যাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় সাহিত্য একাডেমীতে এসে শেষ হয়। পরে সাহিত্য একাডেমীর হল রুমে ক্লাবফুট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আছিয়া আক্তার মিথিলার সঞ্চালনায়, বক্তারা বলেন, আমরা কোনো কুসংস্কার কে বিশ্বাস করবো না। যে শিশুরা জম্মগত ভাবে বাকা পা, ঠোঁট কাটা নিয়ে জম্মগ্রহন করে।তাদের কে ক্লাবফুট রোগ বলা হয়। শিশুদের যদি জম্মের পর চিকিৎসা করা হয় তাহলে তারা সুস্হ্য হয়ে উঠতে পারে। সাড়ে ৩ বছরে চাঁদপুরে দেড়শতাধিক শিশুর চিকিৎসার মাধ্যমে সুস্হ্য করা হয়েছে। ক্লাবফুট কার্যক্রম ২০১৭ সালে কার্যক্রম শুরু করে। আজ ৬ বছর পেরিয়ে ৭ বছরেরপা রাখলো।পরিবারে ক্লাবফুট রোগে আক্রান্ত শিশুদের কারণে মায়েদের উপর কুসংস্কার দেয়া হয়ে থাকে। মাদের কে একুসংস্কার থেকে রক্ষা করতে আমরা ক্লাবফুট রোগের চিকিৎসা কার্যক্রম করা হয়। সৃষ্টিকর্তার কাছে আমরা সন্তানের জন্য প্রার্থনা করেন। যখন সৃষ্টিকর্তা আপনাদের সন্তান দিলে সে যদি অসুস্হ্য হয় তখন সৃষ্টিকর্তাকে আবার দোষারোপ করা হয়। এটা কখনোই আপনারা কা করবেন না। আমরা যেভাবে শিশুদের চিকিৎসা দিয়ে থাকি কিছু অভিভাবক ঝারপুক করেন, এটা কখনো করবেন না। এধরনের শিশুদের কে প্রতিবন্ধি বলবেন না তাদের কে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলবেন। প্রধানমন্ত্রী কণ্যা সায়মা ওয়াজেদ অটিজম শিশুদের নিয়ে কাজ করছে।
প্রধান অতিথির জেলা সহসমাজ সেবা কর্মকর্তা মনিরুল  ইসলাম, হিডোর নির্বাহী পরিচালক সালাহ উদ্দীন, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোস
।শিশুর হাসি সামাজিক সংস্হার নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, শিশুর হাসি সামাজিক সংস্হার সভাপতি সাখায়াত হোসেন, নবরূপ মানবিক উন্নয়ন  সংস্হার নির্বাহী পরিচালক পিএম বিল্লাল হুসাইন, সেবা গ্রহিতাদের মাঝ থেকেও অভিভাবকরা বক্তব্য রাখেন।
উল্যেখ্য, ক্লাবফুটের মাধ্যমে শিশু জম্মের ৩ থেকে ৭ দিন বয়সের ক্লাবফুট রোগীর চিকিৎসা করা হয়। ক্লাবফুট রোগী হলো ঠোঁট কাটা, তালু কাটা। ক্লাবফুটের মাধ্যমে বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে।এ চিকিৎসার মাধ্যমে শিশুরা সুস্হ্য জীবনে ফিরে আসতে পারে।  আজ বিশ্ব ক্লাবফুট দিবস পালনকল্পে চাঁদপুরে ব্যাপক কর্মসূচী পালন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com