অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরতান তিলাওয়াত করেন যুব সদস্য মেহেদি হাসান । পবিত্র গীতা থেকে পাঠ করেন যুব সদস্য নিশিতা সুত্র ধর।
আলোচনা সভায় উপস্থিত থাকেন জেলার সম্মানীত এডিসি মহোদয় মোস্তাফিজুর রহমান স্যার।
অতিরিক্ত পুলিশ সুপার – মুকুর চাকমা স্যার হাজিগঞ্জ সার্কেল।
জেলার সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি জনাব ইউসূফ স্যার।
উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের টিম লিডার এনামুল হক ও ফায়ার ফাইটার নকিব মহোদয়।
যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের বর্তমান ভার প্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও ওমর বিন ইউসুফ ও ফয়সাল আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তারা বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট একটি আন্দোলন, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, জীন হেনরী ডুনান্ট জিনি ১৮২৮ সালের ৮ই মে জন্মগ্রহণ । আর তাই প্রতি বছর ৮ই মে তার জন্মদিন টিকেই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে বিশ্বের ১৯২ টি দেশে যাথযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। তাই প্রতিবারের ন্যায় এবারো রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৭ তম জন্মদিন উপলক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটেও আজ ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হচ্ছে৷
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের একটি ইতিহাস ও রয়েছে। ইতালির সলফেরিনো নামক স্থানে ১৮৫৯ সালের ২৪ জুন এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, যেখানে অস্ট্রিয়া ও ফ্রান্স-সার্ডিনিয়ার সেনারা মুখোমুখি হয়। সেই যুদ্ধে প্রায় ৪০,০০০ সৈনিক আহত, নিহত বা নিখোঁজ হয়। যুদ্ধ শেষে হাজারো আহত সৈনিক ধুঁকে ধুঁকে মারা যাচ্ছিলেন, কারণ পর্যাপ্ত চিকিৎসা, পানীয় জল ও সহায়তার অভাব ছিল চরম পর্যায়ে।
এই সময় সুইস মানবতাবাদী জীন হেনরী ডুনান্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুদ্ধের বিভীষিকা প্রত্যক্ষ করেন এবং নিজ উদ্যোগে স্থানীয় মানুষদের সহায়তায় আহতদের সেবা ও চিকিৎসা দেওয়া শুরু করেন। তিনি জাত, ধর্ম বা পক্ষভেদ না করে সবাইকে সহায়তা করেন।
এই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে গড়ে ওঠে একটি নিরপেক্ষ ও মানবিক সহায়তা সংগঠনের ধারণা, যার ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC) ও আন্তর্জাতিক ফেডারেশন (IFRC) এর সহায়তায় এই সংগঠন গঠিত হয়।
এই আন্দোলন কে প্রসারিত করার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, রক্তদান, যুব কার্যক্রম ও মানবিক সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতি বছর এই আন্দোলনের একটি প্রতিপাদ্য স্লোগান থাকে, এবারের স্লোগান On the side of humanity – আমরা মানবতার পক্ষ্যে৷
বক্তব্য রাখেন এডিসি মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার – মুকুর চাকমা, সিভিল সার্জন প্রতিনিধি জনাব ইউসূফ,ফায়ার সার্ভিসের টিম লিডার এনামুল হক ও ফায়ার ফাইটার নকিব।
আরো উপস্থিত ছিলেন ইউনিটের সদ্য সাবেক কার্যকরী পর্ষদের সদস্য সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ মহোদয়, সমাজ সেবক মনির চৌধুরী, তামিম হোসেন, জুলাই ছাত্র আন্দোলনে ফ্রন্টে থেকে চাঁদপুরে নেত্রিত্ব দেওয়া মুজাহিদ শিহাব, রাকিব ভুইয়া, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের সাবেক ও প্রথম নারী যুব প্রধান এডঃ রোটারিয়ান আলেয়া বেগম সহ যুব প্রধান গন, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের সকল যুব সদস্যবৃন্দ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলার স্কুল দলের যুব সদস্যরা৷