চাঁদপুরের সহকারী কমিশনার ও বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের শেখ শাহির আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার আতাউর রহমানের সঞ্চালনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিশনার কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট কুমিল্লার মোঃ আব্দুল মান্নান সরদার।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরে এসে আপনাদের সাথে আলোচনা করে খুবই আনন্দিত হয়েছি। ভ্যাট চালু হয়েছে আজ ৩৫ বছর। ১৯৯১ সালে মুল্য সংযোজন কর ছিল। আমরা নিত্যপন্য যা কিনছি আমি কিন্তু ভ্যাট দিচ্ছি। কেউ বলতে পারবে না ভ্যাট দিচ্ছে না। একটি রাস্ট্র পরিচালনা করতে হলে ভ্যাট দিতে হয়। যে পণ্যে ভ্যাট রয়েছে তা দিয়েই আমাদেন পণ্য কিনতে হবে। ভয় ভীতি দেখিয়ে ভ্যাট ট্যক্স নেয়া হয়না। আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে। আমাদের ভাবতে হবে আমরা সাধারন মানুষ। তাহলে চাঁদপুর সদরে ৭৫ টি রেস্তোঁরা সমিতির আওয়তাধিন। তার মধ্যে ৬৫ টি নিবন্ধিত বাকী ১০ টি কেন নিবন্ধনের বাইরে। তাদেরকে নিবন্ধনের আওয়তায় আনতে হবে। নিবন্ধন হলো বৈধ লাইসেন্স। আমি ব্যবসা করতে হলে সঠিক ভাবে হিসাব পুস্তক নিরক্ষন না করেন তাহলে আপনি, আমি কি ব্যবসা করছি? চাঁদপুরে যদি কোনো ব্যবসায়ী হুমকির মুখে পরেন তখন আপনারা আমার কার্যালয় কুমিল্লায় চলে আসেন। আমরা বসি, চা খাই, গল্প করি বুঝি কি হয়েছিল। বৈষম্যের কারণে আমরা অনেক পিছনে পরে আছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স সভাপতি সুভাষ চন্দ রায়। তিনি বলেন, আমরা ব্যবসা করি, আমরা সঠিক ভাবে ভ্যাট দিবো। তবেই দেশ উন্নত হবে। আপনারা সেমিনার করবেন কিন্তু ব্যবসায়ী কম কেন। তা দেখে আমার খারাপ লাকছে। আপনারা যদি চেম্বার অব কমার্সের সাথে যোগাযোগ করে সেমিনার করতেন তাহলে ব্যবসায়ীর সংখ্যা আরো বেশি হতো। আমার আয় দশ টাকা, ভ্যাট ২৫ টাকা দিতে হবে এমনাটা যেন না হয়। কিন্তু সকল ব্যবসায়ীকে ভ্যাটের আওয়তায় আনতে হবে। আব্দুল মান্নান সরদার এমন একজন মানুষ তিনি ব্যবসায়ীদের কথা শুনেন সঠিক ব্যবস্হা নেন।
সেমিনারের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওঃ মোঃ আব্দুল কাদের।
স্বাগত বক্তব্য রাজস্ব কর্মকর্তা শিপন কুমার দাস।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাদের পলাশ, বিসিক শিল্প নগরির কামরুল ইসলাম, রেস্তোঁরা মালিক সমিতির সাধারন সম্পাদক হাজী মাসুদ আখন্দ।