শুক্রবার রাতে চাঁদপুর মডেল থানার এসআই মহসিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেনের মধ্যে অধ্যগলিত ছেলে সন্তান নবজাতকের মৃতদেহ উদ্ধার করে।
শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসী অর্ধগলিত নবজাতক শিশুর মৃতদেহ দেখতে পায়। এ সময় শত শত মানুষ এসে নবজাতক শিশুকে দেখার জন্য ভিড় জমায়।
পুলিশ জানায়, প্রায় ৩/৪ দিন পূর্বে নবজাতক শিশুটি জন্ম নেওয়ার পর তাকে ড্রেনের ভিতর ফেলে দেয় পাষণ্ডরা। ধারনা করা হচ্ছে অবৈধ সম্পর্কের কারণে এই নবজাতক শিশুর জন্ম হয়। শিশুটির জন্ম নেওয়ার পর গোপনে তাকে ফেলে দেয় ময়লা ড্রেনে। চারদিনেই শিশুটি গলে গিয়ে শরীরের মধ্যে পোকা সৃষ্টি হয়। দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে দেখে পুলিশকে রাতে খবর দেয়।
অবশেষে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।