রোববার দুপুরে স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হরিনা নৌ পুলিশের এসআই দাদন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত তরুনীর গলিত মর।দেহ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশের ধারণা দুর্বৃত্তরা অজ্ঞতা যুবতী সাথে অনৈতিক সম্পর্ক করে তার গলায় ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাম নদীতে ফেলে দিয়েছে ।
বাখরপুর গ্রামের প্রত্যক্ষদশিরা জানান, চাঁদপুর সদর উপজেলার অপরাধ প্রবণতা সবচেয়ে বেশি হয় চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে। এই এলাকায় নেশা গ্রস্হদের বিচরন বেশি। কারণ অপরাধীরা নির্জন স্থান হিসেবে বাখরপুর নদীর পাড় বেছে নিয়েছে। অপরাধীরা ওই যুবতী সাথে কোনো খারাপ সম্পর্ক করে তাকে প্রাণে মেরে হয়তো বা পানিতে ফেলে দিয়েছে । এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে ধরার দাবি জানান এলাকাবাসী।
এই বিষয়ে নৌ পুলিশ ফাঁড়ির এসআই দাদন জানান, বাখরপুর মেঘনা নদী থেকে পঁচিশ বছরের অজ্ঞতা যুবতীর লাশ আমরা উদ্ধার করেছি । তার গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণ করা হচ্ছে তাকে স্বাস রোধে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। প্রায় দুইদিন যাবত এই তরুনী পানিতে ভেসে ছিল। স্থানীয়দের তথ্যমতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই সহযোগিতা চাওয়া হয়েছে।
যদি কোন তরুনী নিখোঁজ হয়ে থাকে তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন।উদ্ধার করা তরুনীর মরদেহ ময়নাতদন্ত করলে প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানা যায়।