গতকাল রোববার (৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর) মঙ্গলবার পর্যন্ত সেবা গ্রহীতাদের সুবিধার্থে কর্মক্ষেত্রে অতিরিক্ত ১ ঘন্টা দায়িত্ব পালন এবং অ্যান্টিবায়েটিকের অপব্যবহার রোধে জনসচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়। আগামী (১০ ও ১১ ডিসেম্বর) বুধবার ও বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত স্ব স্ব স্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্মুখে ১০ গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে অবস্হান কর্মসূচী পালন করা হবে। অন্যথায় দাবি বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বর বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ ডিসেম্বর রোববার হতে কঠোর থেকে কঠোরতম লাগাতার কর্মবিরতির কর্মসূচীর ঘোষণা করা হবে।
৭ ডিসেম্বর রোববার সেবা গ্রহীতাদের সুবিধার্থে কর্মক্ষেত্রে অতিরিক্ত ১ ঘন্টা দায়িত্ব পালন এবং অ্যান্টিবায়েটিকের অপব্যবহার রোধে জনসচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়।
উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ চাঁদপুর জেলা শাখার মোঃ আবদুল মালেক , মোঃ ফয়েজ আহমেদ, খান মোঃ রিয়াজ, মোঃ নাজির আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মনির হোসেন, শুভা রানী সরকার, রতন চন্দ্র, মদন চন্দ্র সাহা, ফার্মাসিস্ট সবুজ চন্দ্র সরকার,কিরনসহ আরো অনেকে।