……জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম
মানিক দাস //
চাঁদপুরে জাতিয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি বের করা হয়।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা মৎস্যজীবী দলের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, জুলাইয়ের আন্দোলনে মূল ভূমিকায় ছিলো ছাত্র-জনতা ও বিএনপি। এই দেশ শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচারের দেশ হবে না। এই দেশ আর কখনও হত্যা, গুম, খুন, ভোট ডাকাতির দেশ হবে না । এই দেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে।
চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ।
চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হামিদুল্লাহ সালমান, জেলা মৎস্যজীবী দলের দপ্তর সম্পাদক ও মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ খান, চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল ।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের হয়ে। র্যালিটব শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।