সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

চাঁদপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে ছাত্রলীগ নেতাসহ আটক-৩

  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //  চাঁদপুর মডেল থানা পুলিশ ও যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে রাজনৈতিক মামলায় ৩ জন আওয়ামীলীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার এস আই লোকমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ মদনার মৃত ছোবহান শেখের ছেলে মেম্বার ছলেমান শেখ (৫৫), পশ্চিম মদনার মৃত মুকবুল খন্দকারের ছেলে ছাত্রলীগ নেতা হাবিবুল বাশার খন্দকার (৪০) ও কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের মৃত ওহাব গাজীর ছেলে জামাল গাজী (৪৮)। তাকে সন্দেহজনকভাবে আটক করা হয় । আটক জামাল গাজীর নামে কোন মডেল থানায় মামলা নেই বলে একটি সূত্রে জানিয়েছে ।
জানা গেছে,গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও শহরের পুরানবাজার এলাকাসহ জেলার কয়েকটি স্থানে যৌথবাহিনী অভিযান চালায়। গত বুধবার রাতে চান্দ্রা ইউনিয়নেও অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, যৌথবাহিনীর অভিযানে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে রাজনৈতিক মামলার বুধবার (২অক্টোবর) রাতে দু’জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর সন্দেহজনক ভাবে ৩ অক্টোবর রাতে জামাল গাজীকে কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রাম থেকে আটক করা হয়। যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত , অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এ অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে গণ-আন্দোলনে রূপ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র যাদের হাতে দেখা গেছে, অবৈধ অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ধরা হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড ও র‌্যাব।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com