স্টাফ রিপোটার // চাঁদপুরে কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১১ কিশোরকে আটক করা হয়েছে।
সেনা সদস্য, চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে ১১ কিশোরকে আটক করা হয়েছে। গতকাল ১৬ নভেম্বর শনিবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁদপু শহরের প্রেসক্লাব এলাকা, আল আমিন স্কুল এন্ড কলেজ সংলগ্ন পার্ক, স্বর্ণ খোলা রোড ও বাবুরহাট কলেজ মাঠে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১১ কিশোরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বদেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া ও চাঁদপুরে দায়িত্বরত সেনা বাহিনীর সিনিয়র ওয়ােন্ট অফিসার জিয়াউল হক।
চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর যে সমস্ত কিশোরকে পড়ার টেবিলের বাইরে রাস্তায় পাওয়া যাবে তাদের কি আমরা আটক করে থানায় নিয়ে আসবো।পড়ালেখা করা কোন কিশোরী সন্ধ্যার পর রাস্তায় থাকতে পারবে না। আমরা চাই এসব কিশোর পড়ালেখা করে যেন মানুষের মত মানুষ হয়। আমরা তাদের হাতে কোনো অস্ত্র দেখতে চাই না। চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। তাদের দম নেই পুলিশ, সেনাবাহিনী এবং গোয়েন্দা পুলিশ যৌথভাবে চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করছে। আমরা যাদেরকে আটক করি তাদের যাচাই-বাছাই করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। যারা নির্দোষ তাদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেই।