১ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ ক্যাম্প সিনিয়র ক্যাপ্টেন ফারহান শরীফ সহ ২০ সেনাসদস্য সমন্বয়ে গঠিত রেইডিং টিম হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় হাজীগঞ্জ উপজেলার তারালিয়া পশ্চিম পাড়া গ্রামের নুরুল আমিন (৫১)কে একটি প্লাস্টিকের কৌটায় মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৮৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ক্রমিক নং ১০ (ক) ধারায় পরিদর্শক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছে ।
অপরদিকে একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর নেতৃত্বে গঠিত রিডিং টিম মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মতলব দক্ষিণ পৌরসভার ৮নং ওয়ার্ড মোবারকদী গাজী বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ রেবন গাজী (৩৫)কে একটি পলিথিন প্যাকেটে ভিতর লুজ গাঁজা ৫০০ গ্রামসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ১৯(১) ধারায় পরিদর্শক মো : আহসান হাবীব বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন।