চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান দর্জির বাড়িতেই ঘটে এ ঘটনা। চার তলা ভবনের তৃতীয় তলায় তাঁর ছোট ভাই বশির আহমেদ দর্জির ফ্ল্যাটে তালা কেটে প্রবেশ করে চোরচক্র। স্টিলের আলমারি ভেঙ্গে নিয়ে যায় প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার।
জানা গেছে, বশির আহমেদ ঢাকায় পরিবহন ব্যবসা করেন। এদিকে তাঁর স্ত্রী ফারজানা আক্তার দুই কন্যাকে নিয়ে বাবার বাড়ি আমানুল্লাহপুরে গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা ভবনের সবগুলো ফ্ল্যাট বাইরে থেকে আটকে রেখে সরাসরি তৃতীয় তলায় প্রবেশ করে।
চোরেরা বশির আহমেদের ফ্লাটের ভেতর প্রবেশ করে সব কিছু তছনছ করলেও কেবল স্বর্ণ নিয়েই পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফারজানা আক্তার। তিনি এসে দেখেন পুরো ঘর লণ্ডভণ্ড, আর মূল্যবান স্বর্ণ নেই।
চুরির খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ ভিড় জমায়। এ ঘটনায় ফারজানা আক্তার দ্রুত চোরচক্রকে শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।