গতকাল ৮ জুলাই মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ মোহাম্মদ রুহুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক / সমান নির্ধারনপূর্বক ১৪ তম গ্রেড প্রদান করতে হবে,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করতে হবে,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিক্তিতে স্নাতক পাস স্কেলে আত্নীকরন, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারত বেতন স্কেলের সাথে যুক্ত করা, সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য সহকারীগন মে মাসের ২৫ ও২৬ তারিখে ঢাকায় দুই দিন এবং উপজেলা পর্যায়ে ২৪ জুন অবস্থান কর্মসূচি পালন করেন। এছাড়া সারা বাংলাদেশে ইপিআই টালি এবং মাসিক রিপোর্ট দেওয়া বন্ধ রয়েছে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান তা না হলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।
উল্লেখ্য স্বাস্থ্য সহকারীগন মে মাসের ২৫ ও২৬ তারিখে ঢাকায় দুই দিন এবং উপজেলা পর্যায়ে ২৪ জুন অবস্থান কর্মসূচি পালন করেন, এছাড়া সারা বাংলাদেশে ইপিআই টালি এবং মাসিক রিপোর্ট দেওয়া বন্ধ রয়েছে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান তা না হলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহ সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, মো: ওমর ফারুক, মো:জসীমউদ্দীন,ইউসুফ পাটওয়ারী, মাসুদ আলম, আলমগীর কবির, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাসার, সাইফুল ইসলাম, ইয়াছিন মোল্লা, গাজী মোঃ খোরশেদ আলম,ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন গাজী,দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার, অর্থ সম্পাদক বি এম রোকনুল ইসলাম, মহিলা সম্পাদক রাবেয়া আক্তার, সহ মহিলা সম্পাদক তাহমিনা, ইয়াছিন আক্তার, সদস্য নিজামুদ্দিন, কবির হোসেন মোল্লা, মামুনুর রশীদ, কবির হোসেন সহ জেলার সকল স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।