৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিতব্য ‘মহাসমাবেশ’-এর সফলতা কামনায় আজ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মটরসাইকেল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

oplus_0
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে মহাসমাবেশের লক্ষ্য ও দাবিদাওলা প্রচার করে। এতে শাখার দায়িত্বশীল ও কর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার জয়েন সেক্রেটারি মাও. আবুল কালাম আযাদ ও সদর উপজেলা শাখার সেক্রেটারি মুফতী নুরে আলম প্রমুখ। বক্তারা বলেন, দেশের ঈমান-আক্বীদা, ইসলামি শিক্ষা ও সামাজিক মূল্যবোধ রক্ষায় হেফাজতের আহ্বানে ঢাকার মহাসমাবেশ একটি সময়োপযোগী পদক্ষেপ। বক্তারা সবাইকে শান্তিপূর্ণভাবে ঢাকায় মহাসমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানান। হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘মহাসমাবেশ’ উপলক্ষে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে, তা নিচে তুলে ধরা হলো:
১. নারী বিষয়ক সংস্কার কমিশনের কুলাঙ্গার ও সুশীল বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল।
২. সংবিধানে বহুবাদীতার পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন।
৩. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে সকল গণহত্যার বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবি।