বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

চাঁদপুরে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড

  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৯৪ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (৮ নভেম্বর’২৩খ্রিঃ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৮ নভেম্বর ২০২৩ আনুমানিক সকাল ৬ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুরে ৭ সদস্যবিশিষ্ট একটি আভিযানিক দল কর্তৃক চাঁদপুর জেলার কানুদী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চাঁদপুর হতে ঢাকাগামী একটি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক ট্রলারটি থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রলারে থাকা মাদক ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কানুদী লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ট্রলারের পাটাতনের নিচে অভিনবভাবে লুকিয়ে রাখা ৬৭ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা ও ট্রলার এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com