বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

চাঁদপুর অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মামনি সংহিতা দেবীর পুণ্য মহাসমাধি দিবস

  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ।। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূন্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এবং তার  সুযোগ্য মানস কন্যা মহা সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবীর মহাসমাধি স্মৃতি দিবস অত্যন্ত ভাবগম্ভীর ও সাত্তিকতা বজায় রেখে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন হয়েছে।
২৭ এপ্রিল রবিবার ভোর সা‌ড়ে ৫টায় ঊষা কীর্তন, সকাল ৮টায়  মঙ্গল শঙ্খধ্বনি, সকাল ৮ টায়  শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ, সা‌ড়ে ৮টায়  শ্রী শ্রী সমবেত উপাসনা, সকাল ১০ট‌ায়  ব্রহ্মগায়ত্রী গীত নীরব মহানাম জপযজ্ঞ  এবং ১০ টা ৪৫ মিনিটে হরিওম  মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
দুপুর সা‌ড়ে ১২টায় অনুষ্ঠিত হয় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তার মানষ কন্যা মহা সন্ন্যাসিনী শ্রী শ্রী মামনি সংহিতা দেবীর মহান আদর্শ ও স্মৃতিচারণ সভা।সভায় সভাপতিত্ব করেন দুলাল চন্দ্র দাস । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সম্মানিত সহ-সভাপতি তাপস কান্তি সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক চরিত্র  গঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা  কাজী শাহাদাত, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চৌদ্দগ্রাম সরকারি প্রাক্তন অধ্যক্ষ রঞ্জিত কুমার বনিক, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কানুলাল  দাস।
শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে পাঠ করেন অঞ্জন দাস, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর অযাচক আশ্রমের সদস্য প্রণব কুমার সাহা। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, বর্তমান সভাপতি পরেশ মালাকার, অযাচক আশ্রম বোর্ড অব ট্রা‌স্ট্রির সাধ‌ারণ সম্পাদক মৃনা‌ল কা‌ন্তি দাস, কুমিল্লা, ঢাকা, চাঁদপুর ফেনী, চট্টগ্রামসহ বাংলাদেশ থেকে অসংখ্য ভ্রাতা ভক্তি উপস্থিত ছিলেন। দুপুর ২টায়  প্রসাদ বিতরণ ও শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষনা করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com