স্টাফ রিপোটার //
৪ অক্টোবর সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির দুই যুগ পূর্তী (১৯৯৯–২০২৩) ও কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।।
পুলিশ সুপার ও প্রধান উপদেষ্টা,, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি চাঁদপুর,, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,, পিপিএম (সেবা) সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও অপারেশন) জনাব সুদীপ্ত রায়ের সঞ্চালনায় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপসঃ) ও সমন্বয়ক,, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি চাঁদপুর রাশেদুল হক চৌধূরী,, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সন্বয়ক,, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি চাঁদপুর,, মোঃ ইয়াসির আরাফাত,, অফিসার ইনচার্জ সদর মডেল থানা ও প্রধান সমন্বায়ক সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি,, মোঃ শেখ মুহসীন।
সভায় আরো উপস্হিত ছিলেন,, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি,, ডাঃ এস এম সহিদ উল্লাহ,, সহ-সভাপতি,, কাজী শাহাদাত,, তমাল কুমার ঘোষ,, ডাঃ পিযুষ কান্তি বড়ুয়া,, সাধারন সম্পাদক,, সুফী খায়রুল আলম খোকন,, যুগ্ন-সম্পাদক রেবেকা সুলতানা বকুল,, আব্দুল্লাহ আল-মামুন,, সাংস্কৃতিক সম্পাদক,, রূপালী চম্পক,, সাংস্কৃতিক সহ-সম্পাদক,, শিপ্রা মজুমদার,, সদস্য,, প্রৌঃ খোকন চন্দ্র শীল,, মোঃ হারুনুর রশীদ পাটওয়ারী,, মোঃ সাইফুল ইসলাম,, ইন্ডাষ্ট্রিয়াল কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক,, মফিজুল ইসলাম সেলিম,, সদর উপজেলা সভাপতি,, মোঃ সালাহউদ্দিন আহম্মেদ জিন্নাহ,, সাধারন সম্পাদক,, ওমর ফারুক,, সদর পৌর কমিটির সভাপতি,, শেখ মনির হোসেন বাবুল,, সাধারন সম্পাদক,, জামাল হোসেন,, মতলব দক্ষিন উপজেলার সভাপতি,, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন,,সাধারন সম্পাদক,,সাখাওয়াত হোসেন,, মতলব দক্ষিন পৌর কমিটির সাধারন সম্পাদক,, গণেশ ভৌমিক,, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি,, মোঃ হেলাল উদ্দিন,, সাধারন সম্পাদক,, মোঃ বাহাউদ্দিন,, কচুয়া উপজেলার সাধারন সম্পাদক প্রাণধন দেব,, সাংগঠনিক সম্পাদক,, মোঃ হুমায়ূন কবির।। হাইমচর উপজেলার সাধারন সম্পাদক,, ইউসুফ যুবায়ের সিমুল।
সভায় সিদ্ধান্ত হয়,, অক্টোবর মাসের শেষ শনিবার হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় ,, পুলিশ ও কমিউনিটি পুলিশিং পতাকা উত্তোলন,, পায়রা অবমুক্ত করে,, পদযাএা করে শিল্প কলা একাডেমীতে আলোচনা অনুষ্ঠানে যোগদান।।