শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
বীরগঞ্জে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, ৪ জনের মর্মান্তিক মৃত্যু. দুই মামলায় অব্যাহতি পেলেন চাঁদপুর বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী হেলাল উদ্দিনের পরিত্যক্ত ইটভাটার বাগানে আছে ৫৭ জাতের বিদেশি আম লোহাগাড়া  ইয়াবা সহ এক মাদককারবারী আটক বীরগঞ্জে শ্যামলী কোচের ধাক্কায় অটো চালক মোস্তফা নিহত, আহত-১ চাঁদপুর সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন ৩১ মে বডার বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত  চাঁদপুর ডিএনসির  মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ জন আটক চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে মানববন্ধন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভ চাঁদপুরে কোন চাঁদাবাজি চলবে না: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভ চাঁদপুরে কোন চাঁদাবাজি চলবে না: শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাণবাজারে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরে কোন চাঁদাবাজি চলবে না। চাঁদপুরে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করে তাহলে আপনারা সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদের কে জানাবেন।
সকলের সহযোগিতায় চাঁদপুর সদরকে চাঁদাবাজ মুক্ত করা হবে। ৫ আগষ্টের পর চাঁদপুরে কারা চাঁদাবাজি করেছে, তাদের নাম ও পরিচয় আমরা জানি। তবে বক্তব্যে আপনারা ব্যবসায়ীরা তাদের কথা বলেন নি। চাঁদপুরে কোন চাঁদাবাজের স্থান নেই। চাঁদা ও মাদকের বিষয়ে চাঁদপুর  জাতীয়তাবাদী দল জিরো টলারেন্স। আমি হলফ করে বলতে পারি প্রশাসন ও মাদকের বিষয়ে জিরো টলারেন্সে কাজ করছে। যারা ফ্যাসিবাদ, মাদক ও চাঁদাবাজের সাথে ছিল তাদের বিচার এ দেশের মাটিতেই করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরের অনেক নারী ব্যবসায়ী তাদের ব্যবসায় পরিচালনা করেন। আমার ব্যক্তিগত মতামত তাদেরকেও চেম্বারের সদস্য অন্তভুক্ত করেন। এছাড়া চেম্বারের নতুন সদস্য বৃদ্ধি করেন। কার্যনির্বাহী কমিটিতে আপনারা তরুণ দের অন্তুভুক্ত করেন। তাহলে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এগিয়ে যাবে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, লিয়াকত পাটওয়ারী, সদস্য নজরুল ইসলাম বেপারী, চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি বারী জমাদার মানিক, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক জামাল সাকিব, মেসার্স মৃধা এন্টার প্রাইজের ফারুক মৃধা, চাঁদপুর কাঁচামাল ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক দুলাল কাজী, চাঁদপুর হোটেল রেস্তোরা ব্যবসায় সমিতির আসলাম তালুকদার।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজন।
ব্যবসায়ীরা এক থাকলে সমাজ ও ব্যবসা এগিয়ে যাবে। ব্যবসায়ীদের ট্যাক্সের বিষয়ের অনেক হয়রানির শিকার হতে হয়। এর জন্য চেম্বারের ভূমিকা রাখা প্রয়োজন। কিছু দোকানে চুরি হয়েছে, ঘাট ও রাস্তার সমস্যা রয়েছে। বাজারের নানা সমস্যাগুলো সমাধান করতে হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com