সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরে কোন চাঁদাবাজি চলবে না। চাঁদপুরে ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করে তাহলে আপনারা সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদের কে জানাবেন।
সকলের সহযোগিতায় চাঁদপুর সদরকে চাঁদাবাজ মুক্ত করা হবে। ৫ আগষ্টের পর চাঁদপুরে কারা চাঁদাবাজি করেছে, তাদের নাম ও পরিচয় আমরা জানি। তবে বক্তব্যে আপনারা ব্যবসায়ীরা তাদের কথা বলেন নি। চাঁদপুরে কোন চাঁদাবাজের স্থান নেই। চাঁদা ও মাদকের বিষয়ে চাঁদপুর জাতীয়তাবাদী দল জিরো টলারেন্স। আমি হলফ করে বলতে পারি প্রশাসন ও মাদকের বিষয়ে জিরো টলারেন্সে কাজ করছে। যারা ফ্যাসিবাদ, মাদক ও চাঁদাবাজের সাথে ছিল তাদের বিচার এ দেশের মাটিতেই করতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরের অনেক নারী ব্যবসায়ী তাদের ব্যবসায় পরিচালনা করেন। আমার ব্যক্তিগত মতামত তাদেরকেও চেম্বারের সদস্য অন্তভুক্ত করেন। এছাড়া চেম্বারের নতুন সদস্য বৃদ্ধি করেন। কার্যনির্বাহী কমিটিতে আপনারা তরুণ দের অন্তুভুক্ত করেন। তাহলে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এগিয়ে যাবে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, লিয়াকত পাটওয়ারী, সদস্য নজরুল ইসলাম বেপারী, চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি বারী জমাদার মানিক, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক জামাল সাকিব, মেসার্স মৃধা এন্টার প্রাইজের ফারুক মৃধা, চাঁদপুর কাঁচামাল ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক দুলাল কাজী, চাঁদপুর হোটেল রেস্তোরা ব্যবসায় সমিতির আসলাম তালুকদার।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজন।
ব্যবসায়ীরা এক থাকলে সমাজ ও ব্যবসা এগিয়ে যাবে। ব্যবসায়ীদের ট্যাক্সের বিষয়ের অনেক হয়রানির শিকার হতে হয়। এর জন্য চেম্বারের ভূমিকা রাখা প্রয়োজন। কিছু দোকানে চুরি হয়েছে, ঘাট ও রাস্তার সমস্যা রয়েছে। বাজারের নানা সমস্যাগুলো সমাধান করতে হবে।