শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ

চাঁদপুর জেলায় এবছর ২২৩ টি  মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে 

  • আপডেটের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বার পঠিত হয়েছে
মানিক দাস // হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার বাকী আর মাত্র ১০ দিন । এবছর দেবী দূর্গা ঘোড়া  আগমন করে আবার ঘোড়ায়  গমন করবেন।চাঁদপুর জেলায় এবছর ২২৩  টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সদর উপজেলায ৪০ টি,হাইমচর উপজেলায়  ৬ টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯টি, কচুয়া উপজেলায় ৪০ টি, শাহরাস্তি উপজেলায়  ১৮ টি, ফরিদগঞ্জ উপজেলায় ২০টি, মতলব উত্তর উপজেলায় ৩৪টি,
মতলব দক্ষিণ উপজেলায় ৩৬ টি। পুরো জেলায় মোট ২২৩ টি পূজা মণ্ডপ প্রস্তুত করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার মন্ডপ গুলো হলোঃ কালী বা মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বকড়ি, মিনার্ভা পুজা কমিটি,রাম কৃষ্ণ আশ্রম, গুয়াখোলা কুণ্ডু বাড়ি, মজুমদার বাড়ি পূজা মন্ডপ,  পুরান বাজার নিতাইগঞ্জ পূজা মন্ডপ,বারোয়ারি পূজা মন্ডপ,হরিসভা পূজা মন্ডপ,ঘোষপাড়া পূজা মন্ডপ,জাফরাবাদ পালপাড়া পূজা মন্ডপ,নিতাইগঞ্জ রনজিত দাসের বাড়ি  পূজা মন্ডপ,নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির, নতুন বাজার ঘোষ পাড়া পূজা মন্ডপ,পুরান বাজার দাস পাড়া পূজা মন্ডপ,পুরান বাজার হরিজন পল্লী পূজা মন্ডপ,মহামায়া দত্ত বাড়ি পূজা মন্ডপ,মৈশাল বাড়ি পূজা মন্ডপ,শিলন্দিয়া কুলদাদের বাড়ি পূজা মন্ডপ,দামোদরদি কমলকৃষ্ণ মহাসয়ের বাড়ি পূজা মন্ডপ,উত্তর চরবাকিলা পূজা মন্ডপ,বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মন্ডপ,স্বর্ণখোলা সন্তুষী মায়ের মন্দির পূজা মন্ডপ,ডহ লাইন মহা বীর মন্দির পূজা মন্ডপ,ডাসাদি বড় সূত্রধর বাড়ি পূজা মন্ডপ,পুরান বাজার পানের গোলা পূজা মন্ডপ,ডাসদি সুরেশ দাসের বাড়ি পূজা মন্ডপ,পুরান বাজা নবতারা পূজা মন্ডপ,বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্তির, পুরান বাজার কার্তিক সাহার বাড়ি পূজা মন্ডপ,শিলন্দিয়া নান্টু দেব বাড়ি পূজা মন্ডপ,দাস পাড়া প্রভাতী সংঘ পূজা মন্ডপ,,নতুন বাজার অকাল বোধন সংঘ পূজা মন্ডপ,মঠখোলা শিব বাড়িয়া ঠাকুর বাড়ি পূজা মন্ডপ,মুন্সেফপাড়া পূজারী সংঘ পূজা মন্ডপ,পুরান বাজার জয় রাম সংঘ পূজা মন্ডপ ও চরমেশা পূজা মন্ডপ।
কচুয়া উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃ
সাচার জগন্নাথ ধাম, সাচার পোদ্দার বাড়ি দূর্গা মন্দির, সাচার ঘোষ বাড়ি দূর্গা মন্দির, সাচার মধ্যপাড়া দূর্গা মন্দির, সাচার দাস পাড়া  দূর্গা মন্দির, বায়েক কালী বাড়ি দূর্গা মন্দির, বায়েক সরকার বাড়ি দূর্গা মন্দির, বায়েক ঠাকুর বাড়ি দূর্গা মন্দির, গুগড়া বাড়ি কালিমন্দির দূর্গা মন্ডপ, গুয়ারোল পশ্চিম দাস বাড়ি দূর্গা মন্দির, উত্তর শিবপুর দূর্গা বাড়ি, মাঝিগাছা দূর্গা মন্দির, বিতারা পালবাড়ি দূর্গা মন্দির, পালাখাল সাহা বাড়ি দূর্গা মন্দির, তিলখিয়া ভিটি দূর্গা মন্দির, দোয়াটি নিশি হালদার বাড়ি দূর্গা মন্দির, আলেনিয়া ব্যাজবাড়ি দূর্গা মন্দির, নাহাড়া কালি বাড়ি দূর্গা মন্দির, দারচর দাস বাড়ি দূর্গা মন্দির, জলাতেতৈয়া দূর্গা মন্দির, কোমরকাশা শীল বাড়ি দূর্গা মন্দির, ঘাগরা আখড়া বাড়ি দূর্গা মন্দির, রাজাপুর সরকার বাড়ি দূর্গা মন্দির, তুলপার সাহা বাড়ি দূর্গা মন্দির, হায়াৎপুর বড়বাড়ি দূর্গা মন্দির, ডুমুরিয়া আখড়া বাড়ি দূর্গা মন্দির, বেতপুর মজুমদার বাড়ি
দূর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি দূর্গা মন্দির, নাউলক দাস বাড়ি দূর্গা মন্দির, গোবিন্দপুর দাস বাড়ি দূর্গা মন্দির, চাঙ্গিনী দূর্গা বাড়ি দূর্গা মন্দির,চাঙ্গিনী মজুমদার বাড়ি দূর্গা মন্দির,পিপলকরা বেনু মজুমদার বাড়ি দূর্গা মন্দির,পিপলকরা বিমল মজুমদার বাড়ি দূর্গা মন্দির,করইশ বেপারী বাড়ি  দূর্গা মন্দির,করইয়া  দূর্গা মন্দির,কোয়া পোদ্দার বাড়ি  মন্দির,কোয়া দাস বাড়ি দূর্গা মন্দির,কান্দারপাড় দূর্গা মন্দির, মাছিমপুর দূর্গা মন্দির।
শাহরাস্তি উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃশ্রী মেহের কালিবাড়ি মন্দির, নিজ মেহের পালপাড়া দূর্গা মন্দির, বর্ধন বাড়ি দূর্গা মন্দির,ছিখটিয়া দূর্গা মন্দির,, ঘোষপাড়া দূর্গা মন্দির,, উপলতা পুরোহিত বাড়ি দূর্গা মন্দির, সাহাপুর চৌধুরী বাড়ি দূর্গা মন্দির, নাওরা ঠাকুর বাড়ি দূর্গা মন্দির, টামটা কুলশী ঠাকুর বাড়ি দূর্গা মন্দির, নাহারা ভৌমিক বাড়ি দূর্গা মন্দির, ঘুঘুরচর জগবন্ধু সাধুর বাড়ি দূর্গা মন্দির, ঘুঘুরচর পাল বাড়ি দূর্গা মন্দির, প্রসন্নপুর দূর্গা মন্দির, খিতারপার দূর্গা মন্দির, নুনিয়া দত্ত বাড়ি দূর্গা মন্দির, সুচীপাড়া অধিকার বাড়ি দূর্গা মন্দির, সুচীপাড়া মজুমদার বাড়ি দূর্গা মন্দির ও  নাহারা দাস বাড়ি দূর্গা মন্দির।
হাইমচর উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃ কমলাপুর দেবী দূর্গার মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চর ভাঙরগা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রী শ্রী গৌর নুতাই মন্দির, উত্তর  চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির, পাড়া বগুলা মজুমদার বাড়ি দেবী দূর্গার মন্দির।
হাজীগঞ্জ উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃ মকিমাবাদ রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ, মকিমাবাদ জমিদার বাড়ি দূর্গা মন্দির, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউড় আখরা, ত্রীশূল সংঘ, নবদূর্গা সংঘ, বলাখাল চৌধুরী বাড়ি দূর্গা মন্দির,মন্টু শীলের বাড়ি অন্নপূর্না সংঘ, বলাখাল কানাই কারিগর বাড়ি লোকনাথ সংঘ, বলাখাল হরি সাহার বাড়ি দূর্গা মন্দির,নদী দাস বাড়ি দূর্গা মন্দির,আলীগঞ্জ দাস বাড়ি দূর্গা মন্দির,মকিমাবাদ দশভোজা দূর্গা মন্দির,উত্তর রাজার গাঁও মুকুন্দসার সূত্রধর বাড়ি দূর্গা মন্দির,জামিনিকান্ত কবিরাজ বাড়ি দূর্গা মন্দির,বাকিলা বিবি রায় চৌধুরী বাড়ি দূর্গা মন্দির,মাখন লাল মন্ডল বাড়ি দূর্গা মন্দির,রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি দূর্গা মন্দির,কালচোঁ চৌধুরী বাড়ি দূর্গা মন্দির,অতুল চন্দ্র গোস্মামী বাড়ি দূর্গা মন্দির,কালচোঁ বড় বাড়ি দূর্গা মন্দির,উচঙ্গা শ্রী শ্রী জয় রাম মন্দির, বরকুল ঠাকুর বাড়ি দূর্গা মন্দির,বরকুল সার্বজনীন দূর্গা মন্দির,সোনাইমুরি বড় সূত্রবাড়ি দূর্গা মন্দির,বেলঘর মজুমদার বাড়ি দূর্গা মন্দির,গঙ্গানগর গৌর নিতাই সেবা শ্রম। মালীগাও ভরত চদ্র বেপারী বাড়ি দূর্গা মন্দির,পূর্ব হরিপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ ও চেঙ্গাতলি বাজার সূর্যমনি সরকার বাড়ি দূর্গা মন্দির।
ফরিদগঞ্জ উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃলক্ষ্মী নারায়ণ জিউর আখড়া,দাসপাড়া যুব সংঘ, চান্দ্রা  লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া,খারখাদিয়া সার্বজনীন দূর্গা মন্ডপ,লোহাগড় একতা সংঘ, আইটপাড়া পশ্চিম বড়গাঁও সার্বজনীন দুর্গা মন্ডপ, তাম্র শাসন সার্বজনীন দুর্গা মন্ডপ, গুপ্টি সার্বজনীন দুর্গা মন্ডপ, আষ্টা সার্বজনীন দুর্গা মন্ডপ, বৈচাতরি ভারত দাসের বাড়ি দূর্গা মন্ডপ, আষ্টা  বিনোদ বিহারী রায়ের বাড়ি দূর্গা মন্ডপ, শ্রীকালিয়া ও বৈচাতরি হরিসভা দূর্গা মন্ডপ, গ্রুপটি শ্রী শ্রী ভগবতী দুর্গা  মন্ডপ,পশ্চিম গুপ্তি শ্রীশ্রী লক্ষ্মীনারায় দূর্গা মন্ডপ, করৈতলী রামকৃষ্ণ আশ্রম, সাহাপুর নব কিশোর দুর্গা মন্ডপ, দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দূর্গা মন্ডপ, আলো নিয়া রাধা গোবিন্দ হরিসভা দূর্গা মন্ডপ, দক্ষিণ রূপসার সার্বজনীন দূর্গা মন্ডপ ও রুপসা সর্বমঙ্গলা দুর্গা মন্ডপ।
মতলব উত্তর উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃ ছেংগারচর পৌরসভার স্বর্গীয় বিষ্ণু চন্দ্র দত্ত বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, ছেঙ্গারচর কালাচাঁদ আখড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় হারাধন রায়ের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় শ্যামাচরণের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, জ্যোতি লাল মাস্টার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, প্রাণকৃষ্ণ দাসের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় অতুল বেপারী বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় জীবন ঘোষের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী রঘুনাথ সরকার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় ভাষাণ চক্রবর্তীর বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, গজরা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, পোদ্দার বাড়ী, গজরা মনরঞ্জন বণিকের বাড়ী শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী হরগৌরী শ্মশান সংলগ্ন শ্রী শ্রী দূর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি শ্মশান শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শুকুলাল মাস্টার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, নান্দুরকান্দি হাওলাদার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় জলধর দাস বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী অমৃত লাল নাগ বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, অতুল চন্দ্র অধিকারী বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, তিতারকান্দি ঘোষ বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় সুকুমার পাল বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, স্বর্গীয় কামিনী চরন মন্ডল বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী দূর্গা মন্দির, শান্তি রঞ্জন শীলের বাড়ি, দূর্গাপুর গনেশ দাসের বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী রাধেশ্যাম মজুমদার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী ধীরেন্দ্র মাস্টার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, দুর্গাপুর মজুমদার বাড়ীর শ্রী শ্রী দূর্গা মন্দির, দূর্গাপুর আশ্রয়কেন্দ্র শ্রী শ্রী দূর্গা মন্দির, হিন্দু আনোয়ারপুর শ্রী শ্রী দূর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি নমসূত্রপাড়া দুর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি বর্মণপাড়া দুর্গা মন্দির, নান্দুরকান্দি কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির (নতুন), মোহনপুর  সাহাবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির (নতুন), বরুরকান্দি শ্রীশ্রী দুর্গা মন্দির।
মতলব দক্ষিণ উপজেলা পূজা মণ্ডপ গুলো হলোঃমতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হারাধন ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কলাদী হরিসভা দুর্গা পূজা মন্দির, কলাদী ঘোষপাড়া দুর্গা পূজা মন্দির, কলাদী চন্দন সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, বাইশপুর দাসপাড়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, ধনারপাড় গোলদার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, ধনারপাড় জীবনগোলদারের বাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নলুয়া মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া হরিসভা সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া বাজার মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, বোয়ালিয়া পিন্টু সাহার বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, নায়েরগাঁও বিনয় মেম্বারের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, তাতখানা পালবাড়ী দুর্গা পূজা সার্বজনীন দুর্গা পূজা মন্দির , মাছুয়াখাল সাহা বাড়ী দুর্গা পূজা মন্দির, নারায়ণপুর কালিবাড়ি মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নারায়ণপুর চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, কাশিমপুর মন্দিরে সার্বজনীন দূর্গাপূজা, নারায়ণপুর সুধা ঠাকুরের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, বরদিয়া কেদারেশ্বর বাড়ির সার্বজনীন দূর্গাপূজা, চারটভাঙ্গা শ্যামদাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা, চারটভাঙ্গা রতন দাসের বাড়ি সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com