মানিক দাস //
চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা সবাইকে একটু বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা চেষ্টা করবো চাঁদপুরকে ভালো ভাবে তৈরি করতে। এক ঘরের সন্তান যদি ৫ জন হয় বাবা-মা সবাইকে সমান চোখে দেখে। আমাদের নেতা তারেক রহমানকে বলবো আপনি এ দেশের প্রধানমন্ত্রী হলে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একই চোখে দেখবেন। ইসলামী মূল্যবোদের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমার বিশ্বাস ওনি সবাইকে এক চোখে দেখবেন। আপনারা বেগম জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচিত হলে খালেদা জিয়া প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী। এটি বিরল দৃষ্টান্ত একই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তবে আমি ঐদিনের অপেক্ষায় আছি, যেই দিন খালেদা জিয়া প্রেসিডেন্ট হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে।
চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের সভাপতি মাও. এ টি এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. মিজানুর রহমান, হোসেনপুর মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজান উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় চাঁদপুর জেলা জমিয়তুল মুদাররেছিনের ২ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।